আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে দীর্ঘ দিন ধরে চাকরির খোঁজে থেকে থাকেন তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। আধার দপ্তরে এবার নেওয়া হচ্ছে কর্মী। আপনি যেকোনো জেলা প্রান্ত থেকে এখানে আবেদন জানাতে পারেন। কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এর আওতায় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে তথা আধার দপ্তরের পক্ষ থেকে এই কর্মী নেওয়া হবে। বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে কর্মী। আপনিও চাইলে এখানে আবেদন জানাতে পারেন। নিচে নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে।
কীভাবে আবেদন করবেন?
অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার মধ্য দিয়ে খুব সহজেই আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া ধাপ গুলি অনুসরন করুন,
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র (Application Form) টি ডাউনলোড করে নিন।
2. নিচে আবেদনপত্রের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে, ডাউনলোড করে একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
3. এরপর নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে খুব ভালো করে যত্ন সহকারে পূরণ করুন এই আবেদনপত্রটি।
4. সেক্ষেত্রে নিজের নাম থেকে শুরু করে যে পদের জন্য আবেদন করছেন তার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা, জেন্ডার, কাস্ট স্ট্যাটাস সকল প্রকার তথ্য দেবেন।
5. এরপর নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে দিন। সঙ্গে একটি সিগনেচার করতে হবে। অবশ্যই মনে করে নিজের একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
6. সবার শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে তা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
3. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
প্রার্থীর বয়সসীমা:
নিয়োগের আবেদনের জন্য বয়সের ক্ষেত্রে কোনো রকম বাঁধা সীমা রাখা হয়নি। সর্বোচ্চ 56 বয়সের নিচে যেকোনো প্রার্থী এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
পদের নাম:
প্রধান চার প্রকার এর পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। যথা, ডেপুটি ডিরেক্টর, সেকশন অফিসার, সিনিয়র অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাকাউন্ট্যান্ট। আপনি আপনার ইচ্ছে মতো যেকোনো পদে আবেদন জানাতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা:
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন থাকছে। যাইহোক, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, দেখে নেবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
To The Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 1st Floor, RIADA Central Office Building, Namkum Industrial Area, Near STPI Lowadih, Ranchi – 834010
আবেদনের সময়সীমা:
আগামী 26 সেপ্টেম্বর, 2022 তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে। সেক্ষেত্রে উপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই নিয়োগের আবেদনপত্র দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE