সরকারি চাকরির খোঁজে থেকে থাকলে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে নতুন পদে নেওয়া হচ্ছে কর্মী। আপনি যদি দীর্ঘ দিন যাবৎ সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন কিংবা বেকার সমস্যায় জর্জরিত, তবে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের এই কর্মী নিয়োগের চাকরিতে পুরুষ কিংবা মহিলা যেকেউ সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। নিয়োগের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে, এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে। নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কীভাবে আবেদন করবেন?
আলাদা করে আবেদন করার দরকার নেই। একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ এর জন্য আবেদন জানাতে হবে,
1. সেক্ষেত্রে সবার প্রথমে নিজের হাতে একটি Bio Data তথা আবেদনপত্র বানিয়ে ফেলুন।
2. নিজের সকল প্রকার তথ্য দিয়ে পূরণ করবেন এটি। নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
3. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন। নিয়োগের যাবতীয় আপডেট এর মাধ্যমেই দেওয়া হবে আপনাকে।
4. এখানে নিজের যাবতীয় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে যুক্ত করবেন।
5. সবার শেষে এগুলি সব নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যাবেন।
6. সেখানে এসব ডকুমেন্ট দেখিয়ে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
4. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
5. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
আগেই বলা হয়েছে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ।
1. সেক্ষেত্রে সবার প্রথমে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করার পর আপনাদের এক এক করে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য।
2. সেখানে প্রার্থীদের সাধারণ বিভিন্ন প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।
3. প্রার্থীদের পারফরম্যান্স এর ভিত্তিতে তাদের থেকে যোগ্য প্রার্থী বাছাই ককে কর্মী পদে নিযুক্ত করা হবে।
নিয়োগকারী সংস্থা:
রাজ্যের বিদ্যুৎ বিভাগ (WBSEDCL) এর পক্ষ থেকে এই নিয়োগ করা হবে। রাজ্যের জেলা লেভেলে মূলত নেওয়া হবে কর্মী যেখানে যেকেউ সরাসরি নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন।
পদের নাম:
পশ্চিমবঙ্গের এই সরকারি চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এর মধ্য এক নতুন প্রকারের কর্মী নেওয়া হচ্ছে। এখানে মূলত আমিন তথা সার্ভেয়ার পদে নেওয়া হচ্ছে কর্মী।
মাসিক বেতন:
কর্মীদের মাসে উচ্চ হারে বেতন দেওয়া হচ্ছে এখানে। আমিন পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন 25,000/- টাকা থেকে শুরু হচ্ছে। অন্যদিকে সার্ভেয়ার কর্মীদের মাসে 27,000/- টাকা বেতন দেওয়া হবে।
প্রার্থীর বয়সসীমা:
এখানে আবেদনের ক্ষেত্রে বয়সের তেমন কোনো বাঁধা সীমা নেই। 01/08/2022 এর হিসাব অনুযায়ী সর্বোচ্চ 62 বছরের মধ্যে যেকেউ এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:
অফিসিয়াল নোটিফিকেশন এ পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সরকারি রিটায়ার্ড কর্মীদের নিয়োগে এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে।
ইন্টারভিউয়ের দিনক্ষণ ও আবেদনের সময়সীমা:
আগামী 17/08/2022 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সকাল 11 টা থেকে শুরু হবে এই ইন্টারভিউ। এর অনেক আগেই আপনাকে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ কেন্দ্রে। এই ইন্টারভিউয়ের দিন গিয়েই আপনাকে একেবারে সরাসরি ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট তথা আবেদন করতে হবে।
নিচে এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে এর মধ্যেই ইন্টারভিউয়ের ক্ষেত্র উল্লেখ করা হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE WB GOVT JOB: CLICK HERE
ভবিষ্যতে চাকরি ও নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE