10,00,000 শূন্যপদে Group-A, B ও C পদে সুবিশাল নিয়োগ | Govt Job Recruitment 2022

আপনি কি একজন সরকারি চাকরি প্রার্থী? আপনি কি সুদীর্ঘ দিন যাবৎ চাকরির খোঁজে থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত? কিংবা আপনি কি সরকারি চাকরির সব রকম আশা ছেড়ে দেওয়ার পথে? তবে এই নিয়োগের খবরটি শোনার পর আপনার মনের মধ্যে আশার আলোর সঞ্চার ঘটবেই সঙ্গে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। কেন্দ্র সরকারের অধীনে সংঘটিত এই সুবিশাল নিয়োগে বিভিন্ন ক্ষেত্রে অঢেল পরিমাণ শূন্যপদে নেওয়া হবে কর্মী। বিভিন্ন রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেকেউ এখানে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। পুরুষ থেকে মহিলা যেকেউ এখানে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। তবে আর দেরি না করে চলুন জেনে নিই এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।

Central Govt Recruitment 2022

নিয়োগকারী সংস্থা:
কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে এই সুবিশাল নিয়োগ। কেন্দ্রের ছোট বড় সব রকম ক্ষেত্রে এই বিপুল পরিমাণ শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। মূলত এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিভিন্ন কর্মীবর্গ দফতরের আধিকারিকরা। 
পদের নাম:
কেন্দ্রের এই বিরাট সরকারি চাকরির নিয়োগ (Central Govt Job Recruitment 2022) এর মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্র তথা বিভাগে নেওয়া হবে কর্মী। এখানে সরকারি গ্রুপ এ লেভেলের কর্মী নিয়োগ (Govt Group-A Recruitment 2022), গ্রুপ বি কর্মী নিয়োগ (Govt Group-B Recruitment 2022) এবং গ্রুপ সি কর্মী নিয়োগ (Govt Group-C Recruitment 2022) করা হবে এর মধ্য দিয়ে।
মোট শূন্যপদ:
অঢেল শূন্যপদে সরকারি এই নিয়োগ (Govt Recruitment 2022) এর মধ্য দিয়ে কর্মীদের নিযুক্ত করা হচ্ছে। কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে লোকসভায় কেন্দ্রীয় কর্মীবর্গ দফতরের দেওয়া পরিসংখ্যান ও হিসাব অনুযায়ী মোটামুটি 9,79,327 তথা 10 লক্ষের কাছাকাছি শূন্যপদে বিভিন্ন বিভাগে নেওয়া হচ্ছে কর্মী। 
পদ অনুযায়ী শূন্যপদ:
আগেই বলা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আয়োজিত এই নিয়োগে প্রধান তিন ধরনের পদে নেওয়া হবে কর্মী। তথা গ্রুপ এ, বি এবং সি পদে। এদের মধ্যে গ্রুপ সি পদে সব থেকে বেশি শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী।
গ্রুপ সি পদে মোট 8,36,936 শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। গ্রুপ বি পদে নেওয়া হচ্ছে 1,18,807 কর্মী। এবং গ্রুপ এ পদে নেওয়া হচ্ছে 23,454 জন কর্মী।
যেসব বিভাগে বেশি নিয়োগের জোর:
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় এক আধিকারিক এর মতে, আর বাড়ানো হচ্ছে না শূন্যপদ সংখ্যা। ইতিমধ্যে প্রচুর পরিমাণে শূন্যপদ পড়ে রয়েছে। তাই আপাতত এগুলি শূন্যপদ পূরণের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটু উচু পদ তথা গ্রুপ এ লেভেলের পদে শূন্যপদ সংখ্যা কম কারণ এখানে ইতিমধ্যে পূরণ করা হয়েছে শূন্যপদ। অন্যদিকে গ্রুপ বি ও সি লেভেলের পদে শূন্যপদ সংখ্যা বেশি হওয়ায় এসব ক্ষেত্রে নিয়োগে বেশি জোর দেওয়া হয়েছে।
কেন এতো বিরাট শূন্যপদে নিয়োগ:
আমরা সবাই জানি যে গত দু বছরে করোনা তথা লকডাউন এর জেরে থমকে যায় সব কিছু। এর কু প্রভাব বিভিন্ন জিনিসের ওপর পড়ে। এমনকি নিয়োগ তথা বিভিন্ন সরকারি চাকরির ওপর এর খারাপ প্রভাব পড়ার ফলে সব নিয়োগ বন্ধ হয়ে যায় এবং বেকার সমস্যা হুহু করে বাড়তে থাকে। এই সময়ে বিভিন্ন নিয়োগ আটকে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে শূন্যপদ এমনিতেই পড়ে থাকে কোনো নিয়োগ না হওয়ার ফলে। তাই সেই সব শূন্যপদ এবার পূরণ করার পথে হাঁটছে কেন্দ্র সরকার। উল্লেখ্য আগামী দেড় বছরে 10 লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। 
যাইহোক, ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নিয়োগের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। শীগ্রই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হবে, যেখানে আরো বিস্তারিত আলোচনা করা থাকবে এবং সেখানেই দেওয়া থাকবে আবেদনের লিঙ্ক। ভবিষ্যতে এই নিয়োগের আপডেট সবার আগে পেতে আমাদের এই ওয়েবসাইট তথা KhoborSampriti.com এর সঙ্গে যুক্ত থাকুন।
MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment