পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিভাগের অধীনে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আপনি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজে থেকে থাকলে একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে খুব সহজেই অনলাইনের মাধ্যমে যেকোনো প্রার্থী চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিয়োগের সব থেকে বড় বিশেষত্ব হলো, এখানে কর্মী নিয়োগ ক্ষেত্রে নেওয়া হবে না কোনো রকম লিখিত পরীক্ষা, প্রার্থীদের অ্যাকাডেমিক মার্কস এর ভিত্তিতে এবং ইন্টারভিউ নিয়ে সরাসরি নিযুক্ত করা হবে। মাসিক উচ্চ বেতনের এই দুর্দান্ত নিয়োগ হাতছাড়া না করতে চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্য স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এই নিয়োগ সম্পন্ন হবে। মূলত জেলা লেভেলে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে নেওয়া হচ্ছে কর্মী।
পদের নাম:
এখানে বিভিন্ন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। আপাতত সর্বমোট 9 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। নিচে পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হচ্ছে,
ব্লক এপিডেমিয়োলজিষ্ট (Block Epidemiologist):
শূন্যপদ: 06
মাসিক বেতন: 35,000/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: লাইফ সাইন্স এ মাস্টার ডিগ্রি/ Epidemiology অথবা BAMS/ BHMS/ BUMS সঙ্গে MPH এদের মধ্যে যেকোনো একটি।
বয়সসীমা: 21-40 বছর
ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার (Block Public Health Manager):
শূন্যপদ: 06
মাসিক বেতন: 35,000/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: লাইফ সাইন্স এ স্নাতক করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি কিংবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট।
বয়সসীমা: 21-40 বছর
ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician):
শূন্যপদ: 12
মাসিক বেতন: 22,000/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে যেকোনো ল্যাবরেটরি টেকনোলজি তে ডিপ্লোমা।
বয়সসীমা: 19-40 বছর
ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager):
শূন্যপদ: 06
মাসিক বেতন: 22,000/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ করার পাশাপাশি কম্পিউটার এপ্লিকেশন বিষয়ে কোর্স করে থাকতে হবে।
বয়সসীমা: 21-40 বছর
মেডিক্যাল অফিসার – আরবান (Medical Officer – Urban):
শূন্যপদ: 22
মাসিক বেতন: 60,000/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: MCI স্বীকৃত সংস্থা থেকে MBBS সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ।
বয়সসীমা: 62 বছরের নিচে যেকেউ যোগ্য।
স্টাফ নার্স – আরবান (Staff Nurse- Urban):
শূন্যপদ: 22
মাসিক বেতন: 25,000/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে GNM কোর্স করা থাকতে হবে।
বয়সসীমা: 62 বছরের নিচে যেকেউ যোগ্য।
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট – আরবান (Community Health Assistant – Urban):
শূন্যপদ: 22
মাসিক বেতন: 13,000/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ANM/ GNM যেকোনো একটি কোর্স করে থাকতে হবে। সঙ্গে কিছু শর্ত থাকা দরকার যা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
বয়সসীমা: 21-40 বছর
স্টাফ নার্স – পলিক্লিনিক (Staff Nurse- Polyclinic):
শূন্যপদ: 04
মাসিক বেতন: 25,000/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: GNM কোর্স করার পাশাপাশি কিছু এক্সট্রা শর্ত থাকতে হবে।
বয়সসীমা: 62 বছরের নিচে যেকেউ যোগ্য।
কাউন্সেলর – পলিক্লিনিক (Counsellor- Polyclinic):
শূন্যপদ: 04
মাসিক বেতন: 20,000/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: Psychology/ Social Work/ Sociology/ Anthropology/ Human Development ইত্যাদি যেকোনো একটিতে স্নাতক পাশ।
বয়সসীমা: 21-40 বছর
আবেদন পদ্ধতি:
নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
4. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
মূলত অ্যাকাডেমিক স্কোর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে হবে নিয়োগ সেক্ষেত্রে প্রার্থীদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর ওপর গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু পদের ক্ষেত্রে সাধারণ লিখিত পরীক্ষা কিংবা কম্পিউটার টেস্ট এর আয়োজন করা হবে।
আবেদনের সময়সীমা:
আগামী 06/08/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করে ফেলুন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE WB GOVT JOB: CLICK HERE
ভবিষ্যতে চাকরি ও নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE