এক ভালো নিয়োগের সুখবর পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের জেলা লেভেলে এক নতুন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। আপনি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে চাকরির খোঁজে থেকে থাকলে খবরটি অবশ্যই পড়ে দেখতে পারেন। পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন। প্রার্থীদের সেক্ষেত্রে আপাতত চুক্তিভিত্তিক ভাবে করা হবে নিয়োগ। সব থেকে বড় কথা হলো, এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি:
আপনি অফলাইনের মাধ্যমে কয়েকটি ধাপ অবলম্বন করে এই নিয়োগ এর জন্য আবেদন জানাতে পারবেন,
1. নিচে এই নিয়োগের আবেদনপত্র (Application Form) এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে বের করে নেবেন।
2. নিজের সকল প্রকার তথ্য দিয়ে পূরণ করুন আবেদনপত্রটি। সেক্ষেত্রে নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
3. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে দেবেন। নিয়োগের যাবতীয় আপডেট এর মাধ্যমেই আপনাকে পাঠানো হবে।
4. তারপর নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন।
5. সেক্ষেত্রে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করে দিন।
6. সবার শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
রাজ্যের জেলা স্তরে এই সরকারি কর্মী নিয়োগ (WB Govt Recruitment 2022) এর ক্ষেত্রে আবেদন জানাতে গেলে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
7. কম্পিউটার সার্টিফিকেট
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না কর্মী নিয়োগের ক্ষেত্রে। কর্মীদের নিয়োগ করা হবে একদম সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।
1. প্রার্থীদের আবেদন জমা পড়ার পর সেগুলি শর্ট এর মাধ্যমে প্রথমে ভালো করে বাছাই করে নেওয়া হবে।
2. শর্ট লিস্টেড প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। সেখানে তাদের সার্বিকভাবে যাচাই করা হবে।
3. এক্ষেত্রে সেখানে তাদের সাধারণ কিছু প্রশ্ন করণ করা হবে। সঙ্গে তাদের পার্সোনালিটি টেস্ট করা হবে।
4. সবার শেষে প্রার্থীদের পারফরম্যান্স এর ভিত্তিতে গড়ে উঠবে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা, যার ভিত্তিতে হবে তাদের নিয়োগ।
পদের নাম:
পশ্চিমবঙ্গের সরকারি চাকরির এই নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এর মধ্য দিয়ে রাজ্যের জেলায় এক প্রকার গ্রুপ সি পদে কর্মী নিয়োগ (WB Group-C Recruitment 2022) করা হচ্ছে। নির্দিষ্ট যে পদে নেওয়া হবে কর্মী তার নাম হলো, সেন্টার অ্যাসিস্ট্যান্ট তথা কেন্দ্র সহকারী।
মাসিক বেতন:
কর্মীদের মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে এখানে। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন 19,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
এখানে আবেদন জানাতে চাইলে আপনাকে অবশ্যই স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ওপর কোর্স করা থাকতে হবে। পদ সম্পর্কিত আরও কিছু যোগ্যতা দরকার যা অফিসিয়াল নোটিফিকেশন এ বিস্তারিত দেওয়া হয়েছে।
আবেদন পাঠানোর ঠিকানা:
The District Magistrate, North 24 Parganas, (District Planning Section), Barasat, Kol – 124
আবেদনের সময়সীমা:
আগামী 22/07/2022 তারিখের মধ্যে আপনি আপনার আবেদন পাঠাতে পারবেন। সেক্ষেত্রে উপরের আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
ইন্টারভিউয়ের স্থান:
Office of the District Magistrate & Collectorate, North 24 Parganas, Barasat, 4th Floor Meeting Hall No.3.
ইন্টারভিউয়ের তারিখ ও সময়:
আগামী 01/08/2022 তারিখে সংঘটিত হচ্ছে এই ইন্টারভিউ প্রক্রিয়া। সকল 11 টা থেকে শুরু হবে ইন্টারভিউ। তার অনেক আগেই আপনাকে ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE WB GOVT JOB: CLICK HERE
ভবিষ্যতে চাকরি ও নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE