পশ্চিমবঙ্গে সরকারি প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিটর (Internal Auditor) পদে কর্মী নিয়োগ | WB Govt Recruitment 2022

খুব ভালো সুখবর রাজ্যের সমগ্র সরকারি চাকরি প্রার্থীদের জন্য। অনেক পড়াশোনা করার পর আপনি কি বেকার সমস্যায় জর্জরিত কিংবা চাকরির খোঁজে থেকে থেকে দিশেহারা হয়ে পড়েছেন? তবে একদম সঠিক স্থানে এসেছেন। রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিটর পদে নেওয়া হচ্ছে কর্মী। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী এখানে সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

WB Group-C Recruitment 2022

কাজের দায়িত্ব:
শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট তথা হিসাবের বিভাগ দেখাশোনা করার জন্যই এই কর্মী নিয়োগ করা হচ্ছে। সঙ্গে অন্যান্য যাবতীয় বিভিন্ন কাজ করতে হবে।
পদের নাম:
এই একাউন্ট ডিপার্টমেন্ট এ রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক নতুন রকমের গ্রুপ সি কর্মী নিয়োগ (WB Group-C Recruitment 2022) করা হবে। এই কর্মী পদের নাম দেওয়া হয়েছে, ইন্টারনাল অডিটর (Internal Auditor) কর্মী।
আবেদন পদ্ধতি:
রাজ্যের এই সরকারি নিয়োগ (WB Govt Recruitment 2022) এ আবেদন জানাতে চাইলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন,
1. এখানে অনলাইনের মাধ্যমে খুব সহজেই অনলাইন ফর্ম পূরণ এর মধ্য দিয়ে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
2. সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন এপ্লাই এর লিঙ্ক এ ক্লিক করবেন।
3. নিচে অনলাইন অ্যাপ্লাই এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হবে। সেখানে গিয়ে নিজের যাবতীয় তথ্য এক এক করে দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
4. সেক্ষেত্রে নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করবেন এখানে।
5. এবার নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট এখানে আপলোড করতে বলতে পারে, সেগুলি এক এক করে আপলোড করবেন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে এই প্রিন্ট আউট এর এক কপি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
এই কর্মী নিয়োগের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
7. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরির জন্য আবেদন জানাতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি ধারণ করে থাকতে হবে মূলত Commerce কিংবা Finance এর ওপর। সঙ্গে অবশ্যই 55% নম্বর থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রের রিটায়ার্ড কর্মীদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
অফিসিয়াল নোটিফিকেশন এ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি। তবে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করার প্রবল সম্ভাবনা রয়েছে।
অফলাইনে আবেদন পাঠানোর ঠিকানা:
The Registrar, Maulana Abul Kalam Azad University of Technology, NH 12, Haringhata, Post Office – Simhat, Nadia- 741249.
আবেদনের সময়সীমা:
আপনি এখানে আগামী 20/07/2022 তারিখের মধ্যে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উপরোক্ত আবেদন প্রক্রিয়া অনুসরণ করুন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে নিচে নিয়োগে আবেদনের জন্য অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE 


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment