মাধ্যমিক পাশে গ্রুপ-সি টেকনিশিয়ান নিয়োগ, বেতন 33800 | Group-C Technician Recruitment 2022

এক দুর্দান্ত নিয়োগের খবর সমগ্র সরকারি চাকরি প্রার্থীদের জন্য। আপনি যদি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে চাকরির সন্ধানে রয়েছেন দীর্ঘ দিন ধরে, তবে একদম সঠিক স্থানে এসেছেন। বেশ কিছু শূন্যপদে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ শুরু হলো। এখানে মূলত টেকনিশিয়ান পদে কর্মী নেওয়া হবে। রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা এবং পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে যেকেউ এখানে চাকরির জন্য সমানভাবে আবেদন যোগ্য। নিচে বিস্তারিত আলোচনা করা হলো, এখনি দেখে খুব সহজেই আবেদন জানাতে পারবেন আপনি।

Group-C Technician Recruitment 2022

নিয়োগকারী সংস্থা ও পদের নাম:
কেন্দ্রের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (Council of Scientific & Industrial Research) তথা CSIR এর পক্ষ থেকে এই নিয়োগ সংঘটিত হচ্ছে। এখানে মূলত গ্রুপ সি বিভাগের অধীনে টেকনিশিয়ান পদের মধ্যে বিভিন্ন ছোট ও বড়ো পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে এখানে আবেদন জানানোর জন্য যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগ থেকে থাকবে এবং আইটিআই করা থাকবে যাদের, তারা নিয়োগের ক্ষেত্রে এক্সট্রা প্রেফারেন্স পাবেন।
প্রার্থীর বয়সসীমা:
চাকরিতে আবেদনের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা 28 (Twenty-eight) ধরা হয়েছে মূলত 03/07/2022 তারিখের হিসাব অনুযায়ী। এখানে নিয়োগে আবেদনের ক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হতে পারে।
মাসিক বেতন:
প্রার্থীদের নিয়োগের মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করার পর মাসে একটি ভালো অঙ্কের টাকা বেতন দেওয়া হবে। কর্মী কিছু মাসিক গড় বেতন হবে 33,848/- টাকা। সঙ্গে এই বেতন ভবিষ্যতে বাড়তে থাকবে এবং কর্মীদের অন্যান্য নানান সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে।
কীভাবে আবেদন জানাবেন?
নিম্নলিখিত কয়েকটি ধাপে মূলত অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে আবেদন জানাতে পারবেন এখানে,
1. সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র টি ডাউনলোড করে নিন।
2. এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। সেটি একটি সাদা A4 সাইজের পেপারে বের করুন প্রথমে।
3. তারপর নিজের সকল প্রকার তথ্য দিয়ে পূরণ করুন আবেদনপত্রটি। দেবেন নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর ও ইমেল আইডি ইত্যাদি তথ্য।
4. এরপর নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন।
5. আপনার একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার থাকবে আবেদনপত্রের সঙ্গে।
6. সবার শেষে এগুলি একটি খামের মধ্যে ভরে তা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখতে হবে,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. বিশেষ করে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
4. কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. নিজের ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড বাসিন্দার প্রমাণপত্র হিসেবে
7. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
প্রার্থীদের কয়েকটি ধাপের মধ্য দিয়ে কর্মী পদে নিযুক্ত করা হবে। 
1. আবেদন জমা পড়ার পর সেগুলি প্রথমে স্ক্রিনিং টেট এর মাধ্যমে শর্ট লিস্টিং করে নেওয়া হবে।
2. তারপর প্রার্থীদের ডাকা হবে লিখিত পরীক্ষার জন্য।
3. এখানে পাশ করলে ডকুমেন্ট ভেরিফিকেশন করে সাধারণ ইন্টারভিউ তথা পার্সোনালিটি টেস্ট করে নেওয়া হবে।
4. সবার শেষে মেরিট লিস্ট তৈরি করে প্রার্থীদের সরাসরি কর্মী পদে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:
আগামী 03/07/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারেন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিন। সঙ্গে নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE

APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE 

Leave a comment