পশ্চিমবঙ্গে ব্যাংক অফ বরোদা এর পক্ষ থেকে জারি হলো এক নিয়োগ (WB Bank of Baroda Recruitment 2022) এর বিজ্ঞপ্তি। রাজ্যে মূলত গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে এই Bank of Baroda এর পক্ষ থেকে। আপনি যদি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের ব্যাংক এর চাকরি (WB Bank Job 2022) করতে চান তবে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ ব্যাংকের চাকরি পাওয়ার। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা সবাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সব থেকে বড় কথা হলো, রাজ্যের এই ব্যাংকে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করে নিয়ে ব্যাংক কর্মী পদে নিয়োগ করা হবে।
নিয়োগকারী সংস্থা:
রাজ্য তথা গোটা দেশের এক অন্যতম স্বনামধন্য ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ বরোদা (Bank of Baroda) এর পক্ষ থেকে এই নিয়োগ সম্পন্ন করা হচ্ছে।
পদের নাম:
পশ্চিমবঙ্গে এই ব্যাংক অফ বরোদা এর পক্ষ থেকে মূলত গ্রুপ-সি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ (WB Bank of Baroda Group-C Supervisor Recruitment 2022) করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আপনি যদি এই ব্যাংক অফ বরোদা নিয়োগ (Bank of Baroda Recruitment 2022) এ আবেদন জানাতে চান, তবে আপনাকে নিম্নলিখিত কয়েকটি ধাপের মধ্যে আবেদন করতে হবে,
1. আপনি মূলত অফলাইনের মাধ্যমে আবেদনপত্র (Application Form) জমা করার মাধ্যমে এই ব্যাংক অফ বরোদা নিয়োগ (BOD Recruitment 2022) এ আবেদন জানাতে পারবেন।
2. সবার প্রথমে নিজের হাতে একটি আবেদনপত্র বানিয়ে ফেলুন ভালো করে নিজের সব তথ্য দিয়ে পূরণ করে।
3. এখানে নিজের নাম, বাবার নাম, বয়স, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি নানান তথ্য দেবেন।
4. সঙ্গে অবশ্যই একটি বৈধ মোবাইল ফোনে এবং ইমেল আইডি দিতে হবে। কারণ আপনাকে নিয়োগের সব রকম আপডেট এর মাধ্যমেই পাঠানো হবে।
5. নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট এরপর জেরক্স এবং সই করে এই আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিন।
6. তারপর এগুলি সব একটি চিঠি খামের মধ্যে ভরে ফেলুন এবং তা পাঠিয়ে দিন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায়।
যে যে ডকুমেন্ট লাগবে:
আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত ডকুমেন্ট গুলি সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. অন্যান্য সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. ভোটার কিংবা আঁধার কার্ড বাসিন্দার প্রমাণপত্র হিসেবে
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
7. একটি চিঠি খাম সঙ্গে স্ট্যাম্প
শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে অবশ্যই ন্যুনতম স্নাতক পাশ করে থাকতে হবে এই ব্যাংকের চাকরিতে আবেদন জানাতে গেলে। সঙ্গে কম্পিউটারের সাধারণ কিছু কাজকর্ম সম্পর্কে জ্ঞান থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা:
Bank of Baroda এর নিয়োগে আবেদন করতে চাইলে আপনার ন্যুনতম বয়স হতে হবে 21 বছর এবং এখানে সর্বোচ্চ 45 বছরের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
আরও চাকরি: পশ্চিমবঙ্গে জেলার পাড়ায় পাড়ায় গ্রুপ-ডি স্বাস্থ্য কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে সরাসরি চাকরি
বেতনক্রম:
চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে ব্যাংক অফ বরোদা এর পক্ষ থেকে কর্মীদের বেতন দেওয়া হবে মাসে 15,000/- টাকা থেকে 25,000/- টাকার মধ্যে।
আবেদনের সময়সীমা:
আগামী 27/05/2022 তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
Assistant General Manager, Bank of Baroda, Kolkata Metro -2 Region, Abani Heights, 2nd Floor, 59A, Chaowrangee Road, Bhabanipur, Kolkata- 700020
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE