পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পে সমাজ নিরীক্ষণ কর্মী নিয়োগ, যেকোনো যোগ্যতায় সরাসরি চাকরি | WB New Govt Job 2022

বড় সুখবর পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য। এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখন নতুন প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হল। রাজ্যের সমাজ উন্নয়নের প্রকল্পে এবং সামাজিক কাজ তত্ত্বাবধানে নেওয়া হবে সমাজ নিরীক্ষণ কর্মী। রাজ্যের বাসিন্দা হওয়ার পাশাপাশি পুরুষ এবং মহিলা নির্বিশেষে যেকেউ এই চাকরিতে আবেদন করার জন্য যোগ্য। অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে অতি সহজেই কোনো রকম আবেদন ফি না দিয়েই সরাসরি আবেদন করতে পারেন। এবং নিয়োগের ক্ষেত্রে হচ্ছে না কোনো রকম লিখিত পরীক্ষা। অর্থাৎ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী পদে নিয়োগ করে দেওয়া হবে।

WB Group C Recruitment 2022

আবেদন প্রক্রিয়া:
1. সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করবেন নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
এটির লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
2. আবেদনপত্র (Application Form) টি নিজের সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করুন
3. নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং ঠিকানা সঙ্গে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে ভালো করে দেখে করবেন আবেদনপত্রটি।
4. এরপর নিজের যাবতীয় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলি জেরক্স এবং Self Attested করে সেগুলি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন।
5. সবার শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে তা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসাবে
2. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
3. উচ্চমাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট
4. স্নাতক পাশের সার্টিফিকেট যদি থাকে
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. ভোটার কিংবা আঁধার কার্ড
7. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো
নিয়োগ প্রক্রিয়া:
রাজ্যের এই গ্রুপ সি কর্মী নিয়োগ (WB Group C Recruitment 2022) এর ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের কর্মী পদে নিয়োগ দেওয়া হবে নিম্নলিখিত কয়েকটি ধাপে,
1. আবেদনপত্র গুলি জমা পড়ার পর সেগুলি প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শর্ট লিস্টিং করে বাছাই করে নেওয়া হবে।
2. এরপর বাছাই করা প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। 
4. যেখানে বিভিন্ন প্রশ্ন করণের মধ্য দিয়ে প্রার্থীদের সার্বিকভাবে যাচাই করার পর নম্বর প্রদান করা হবে।
5. তারপর ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর এবং অ্যাকাডেমিক মার্কস এর ওপর প্রাপ্ত নম্বর যোগ করে একটি মেধা তালিকা তথা মেরিট লিস্ট তৈরি করা হবে।
6. এরপর প্রার্থীদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য।
7. ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর প্রার্থীদের নিয়ে একটি নিয়োগের প্যানেল জারিকরে সেই প্যানেল ধরেই তাদের কর্মী পদে নিয়োগ করে দেওয়া হবে।
বয়সসীমা:
যেকোনো বয়সের প্রার্থীরা পশ্চিমবঙ্গের এই সামাজিক নিরীক্ষক কর্মী পদে আবেদনের যোগ্য। শুধু দেখতে হবে প্রার্থীর বয়স যাতে 64 বছরের ঊর্ধ্বে না হয়।
বেতনক্রম:
কর্মীদের মাসে ভালো অঙ্কের টাকা বেতন দেওয়া হচ্ছে। প্রতি মাসে তাদের বেতন থাকছে 20,000/- টাকা সঙ্গে নানান সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে তাদের।
শিক্ষাগত যোগ্যতা:
প্রাথমিক রাজ্যের যেকোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই এখানে রাজ্যের এই সরকারি চাকরির (WB Govt Job 2022) এর জন্য যোগ্য। তবে রাজ্যের গ্র্যাজুয়েট করা প্রার্থীদের নিয়োগ ক্ষেত্রে কিছু অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
PO cum DWO, BCW, Siliguri & Over all in-charge,
District Social Audit Unit, Siliguri Mahakuma Parishad at Shivmandir, P.O- Kadamtala, Dist- Darjeeling,
Pin- 734011
আবেদনের সময়সীমা: 
আগামী 13/05/2022 তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হচ্ছে, আরও বিস্তারিত জেনে নিতে দেখে নিন। সঙ্গে আবেদনপত্র (Application Form) এর লিঙ্ক দেওয়া হবে যেটি পূরণ করে আবেদন করুন চাকরির জন্য। প্রতিটি অফিশিয়াল নোটিফিকেশন এর সঙ্গে নিচে অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যেই আবেদন পত্র দেয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION 1: CLICK HERE
OFFICIAL NOTIFICATION 2: CLICK HERE
MORE WB GOVT JOB: CLICK HERE
চাকরি ও নিয়োগের আরো নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment