পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুন এক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। এবার রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) এর তরফ থেকে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হতে চলেছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সরাসরি আবেদন করে আপনি এই ব্যাংকের সরকারি চাকরি পেতে পারেন। শুধুমাত্র ন্যুনতম মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়োগ (PNB Recruitment 2022) এ অংশগ্রহণ করতে পারবেন। রাজ্যের পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী এখানে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তাই আর দেরি না করে নিচে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো, দেখে নিন এবং আবেদন করুন চাকরির জন্য।
পদের নাম:
মূলত গ্রুপ-ডি পিওন পদে কর্মী নিয়োগ (WB PNB Group-D Peon Recruitment 2022) করা হবে এখানে।
শিক্ষাগত যোগ্যতা:
রাজ্যের যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এই সরকারি ব্যাংকের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা:
ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এখানে চাকরির নিয়োগে আবেদনের জন্য। এবং 24 বছরের মধ্যে যেকোনো চাকরি প্রার্থী আবেদনের যোগ্য।
উল্লেখ্য, সংরক্ষিত শ্রেণী দের প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে এখানে আবেদনের ক্ষেত্রে।
আবেদন প্রক্রিয়া:
অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করার মধ্য দিয়ে অতি সহজেই চাকরির জন্য আবেদন জানানো যাবে এখানে। সবার প্রথমে রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিয়োগের অফিসিয়াল আবেদনপত্র (Application Form) টি ডাউনলোড করে নেবেন। সেটি নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে। তারপর আবেদনপত্রের সঙ্গে নিজের গুরুত্বপূর্ণ কিছু যাবতীয় ডকুমেন্ট গুলি জেরক্স ও সই করে জুড়ে দেবেন। সবার শেষে সেগুলি একটি খামের মধ্যে ভরে তা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
মাসিক বেতন:
প্রার্থীদের কর্মী পদে নিয়োগ হওয়ার পর মাসে উচ্চ বেতন দেওয়া হবে। নিয়োগের সঙ্গে সঙ্গে গ্রুপ ডি কর্মীদের মাসিক বেতন হবে 14500 থেকে 28145 টাকা।
যেসব ডকুমেন্ট দিতে হবে:
আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট সঙ্গে রাখবেন
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
3. উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো
6. ভোটার কিংবা আঁধার কার্ড
7. প্যান কার্ড
8. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা:
আগামী 10/05/2022 তারিখের মধ্যে আবেদন জমা করতে পারবেন।
আবেদন পাঠানোর ঠিকানা:
The Deputy Circle Head, Punjab National Bank, Circle Office- Paschim Medinipur, HRD Department, Sahid Kshudiram Bose Road, Berge Town, Medinipur, 721101
APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
চাকরি ও নিয়োগের আরো নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন।
TELEGRAM CHANNEL: JOIN HERE