একই সঙ্গে বেশ কয়েক ধরনের গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি একজন চাকরিপ্রার্থী হয়ে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। সব থেকে বড় কথা হলো, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে এখানে আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
পদের নাম: একই সঙ্গে বেশ কয়েক ধরনের গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
Registrar
Librarian
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন তথা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
Junior Assistant
Stenographer
Technician
Senior Assistant
Senior Technician
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: প্রথম তিনটি পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর। পরের দুটি পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 33 বছর।
Technical Officer
Assistant Registrar
শিক্ষাগত যোগ্যতা: Assistant Registrar পদের ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ এবং Technical Officer পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশ।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর, অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
Junior Engineer
Superintendent
Technical Assistant
SAS Assistant
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
1. সবার প্রথমে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।
2. এক্ষেত্রে পদের নাম সিলেক্ট করুন, ইমেল আইডি, মোবাইল নম্বর, নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, জেন্ডার, বয়স, ক্যাটাগরি ইত্যাদি দেবেন।
3. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করুন।
4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট করে রাখুন।
5. উল্লেখ্য, অনলাইন আবেদনের পর যে আবেদনপত্র বের হবে সেটি পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেয়।
আবেদনের সময়সীমা: অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশের 17 দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE