পশ্চিমবঙ্গের শিক্ষক চাকরিপ্রার্থীদের জন্য খুব ভালো একটি নিয়োগের খবর। রাজ্যে এক উচ্চ মাধ্যমিক স্কুলে নিয়োগ করা হবে শিক্ষক। মূলত বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হবে। ন্যুনতম স্নাতক পাশ যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ অনায়াসে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। সব থেকে বড় কথা WBSSC, WB TET এর মতো কোনো জটিল পরীক্ষা নেওয়া হবেনা নিয়োগের ক্ষেত্রে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।
পদের নাম: সহকারী শিক্ষক (Assistant Teacher)
কীভাবে আবেদন করবেন?
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অর্থাৎ নিজের হাতে একটি আবেদনপত্র বানিয়ে নিতে হবে প্রথমে। সেটিকে ভালো করে পূরণ করতে হবে নিজের যাবতীয় তথ্য দিয়ে। একটি bio data তথা resume বানিয়ে নিন যেখানে নিজের সব রকম তথ্য সহ শিক্ষাগত যোগ্যতা থাকবে। এর পর যাবতীয় ডকুমেন্ট গুলি self attested করে ইমেলের মাধ্যমে সেগুলি পাঠিয়ে দিন।
E Mail address: sdpskandi2008@gmail.com
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকলেই চলবে। সঙ্গে উক্ত নিয়োগের বিষয়ে দু বছরের B.Ed করা থাকতে হবে।
যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ
Physics, Chemistry, Biology ইত্যাদি বিষয়ের ওপর মূলত PGT শিক্ষক নেওয়া হবে।
এবং Computer, SST, English এর ওপর TGT শিক্ষক নিয়োগ করা হবে।
আরও পড়ুন: রাজ্যে ৪ লক্ষ শূন্যপদে শিক্ষক নিয়োগ
নিয়োগ প্রক্রিয়া: কোনো রকম লিখিত পরীক্ষা যেমন WB Primary TET অথবা WBSSC হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ পত্র প্রদান করা হবে।
আরও ভালো করে জানতে নিচে নেমে অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন 👇👇👇
প্রতিনিয়ত চাকরি সম্বন্ধীয় আরও আপডেট পেতে