পশ্চিমবঙ্গের সকল সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক বিশাল বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এবার রাজ্যের বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) তত্ত্বাবধানে বাংলা আবাস যোজনা অধীনে অনেক গ্রুপ সি. (Group C) কর্মী নিয়োগ করা হবে। বর্তমানে গোটা দেশ তথা ভারতবর্ষের অন্যতম যোজনার নাম হলো প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা (Pradhan Mantri Gramin Awas Yojana) তথা PMAYG (Pradhan Mantri Awaas Yojana Gramin) যার ছোঁয়ায় উপকৃত হয়েছেন দেশ তথা রাজ্যের হাজারো মানুষ। রাজ্যের যেকোনো ব্যক্তি এই চাকরিতে আবেদন করতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা:
PMAYG (Pradhan Mantri Awaas Yojana Gramin) এর তত্ত্বাবধানে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) এর অধীনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পদের নাম:
বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) এর পক্ষ থেকে মূলত গ্রুপ সি (Group C) পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত Group C পদের যেসব পদে কর্মী নিয়োগ করা হবে, কী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং বেতনক্রম তা নিচে দেওয়া হলো।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (District Coordinator)
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদন করতে হলে আপনাকে যেকোনো এক স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো শাখার ওপর স্নাতক পাস করলেই হবে।
বেতনক্রম:
মাসে 25000 টাকা দেওয়া হবে এই পদের কর্মীদের।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant)
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদন করতে হলে আপনাকে যেকোনো এক স্বীকৃত সংস্থা থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপর ডিপ্লোমা করতে হবে।
বেতক্রম:
এই পদের কর্মীদের মাসে 18000 টাকা করে বেতন দেওয়া হবে।
ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator/DEO)
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদন করতে হলে আপনাকে যেকোনো এক স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো শাখার ওপর স্নাতক পাস করলেই হবে।
সঙ্গে যেকোনো এক স্বীকৃত সংস্থা বা কেন্দ্র থেকে Computer Application এর ওপর এক সার্টিফিকেট থাকতে হবে।
বেতনক্রম:
কর্মীদের মাসে 11000 টাকা বেতন
প্রার্থীর বয়সসীমা:
এখানে এই তিনটি পদের যেকোনো পদে আবেদনের ক্ষেত্রেই প্রার্থীর বয়স ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। এবং এখানে সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া:
প্রধান কয়েকটি ধাপের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে প্রার্থীদের। মোটামুটি প্রধান দুটি ধাপের মধ্য দিয়ে প্রার্থী বাছাইয়ের কথা বলা হয়েছে। যথা –
1. লিখিত পরীক্ষা (Written Exam)
2. ইন্টারভিউ (Interview)
আবেদন প্রক্রিয়া:
আপনি যদি বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) এর এই চাকরিতে আবেদন জানাতে চান তবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন নিচে দেওয়া ধাপ গুলির মধ্যে দিয়ে –
1. সবার প্রথমে ভালো করে নিয়োগের Official Notification টি পড়ে নিন।
2. তারপর নিয়োগের Official Website এ নির্দিষ্ট লিংকে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর ইত্যাদির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
3. এরপর লগ ইন হওয়ার পর নিজের যাবতীয় তথ্যাদির সাহায্যে আপনাকে ভালো করে অনলাইন ফর্মটি পূরণ করতে হবে।
4. সবার শেষে আপনার যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ফর্ম ফিল আপ সম্পন্ন হলে সাবমিট করবেন।
যেসব ডকুমেন্ট দিতে হবে:
আবেদনের আপনাকে যেসব ডকুমেন্ট দিতে হবে –
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. সব শিক্ষাগত যোগ্যতা এর প্রমাণপত্র
3. স্নাতক ডিগ্রি এর সার্টিফিকেট মার্কশিট
4. আঁধার অথবা ভোটার কার্ড
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো
6. রঙিন পাসপোর্ট ফটো
আবেদনের সময়সীমা:
অনলাইনের মাধ্যমে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) এর এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আগামী 31/03/2022 তারিখের মধ্যে।