WBSSC Teacher Recruitment 2022: অবশেষে পশ্চিমবঙ্গে হাই স্কুলে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

আপনি কি সরকারি চাকরির খোঁজ করছেন? তবে একদম সঠিক স্থানে এসেছেন। পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক তথা হাই স্কুলে নিয়োগ (High School Teacher Recruitment) করা হতে চলেছে শিক্ষক ও শিক্ষিকা। বিভিন্ন বিষয়ের ওপর মূলত করা হবে শিক্ষক নিয়োগ। সব থেকে বড় কথা হলো, কোনো রকম লিখিত পরীক্ষা কিংবা WBSSC এর মত কোনো প্রকার জটিল পরীক্ষা অনুষ্ঠিত হবে না নিয়োগের ক্ষেত্রে। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগপত্র প্রদান করা হবে।



WBSSC Teacher Recruitment 2022




কে কে আবেদন যোগ্য?

পশ্চিমবঙ্গের যেকোনো অধিবাসী এই নিয়োগের চাকরির জন্য আবেদন করতে পারবেন। রাজ্যের যেকোনো জেলা কিংবা শহর অথবা গ্রাম থেকে পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে যেকোনো প্রার্থী সমানভাবে যোগ্য এই চাকরিতে আবেদন করার জন্য।


কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ?

বেশ কয়েকটি বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে। মূলত উচ্চমাধ্যমিক স্কুলে ছাত্রীদের যেসব বিষয় পড়ানো হয় সেগুলোর মধ্যে থেকেই কয়েকটি প্রধান বিষয়ের ওপর শিক্ষক ও শিক্ষিকা নেওয়া হবে। যেমন –

1. ইংরেজি

2. ইতিহাস 

3. বিজ্ঞান 

এবং বিজ্ঞান বিষয়ে আলাদা আলাদা করে মোট তিনটি বিষয়ের ওপর শিক্ষক শিক্ষিকা নিয়োগের কথা বলা হয়েছে। সেগুলি হলো –

1. পদার্থবিজ্ঞান (Physics)

2. রসায়নবিদ্যা (Chemistry)

3. জীববিদ্যা (Biology)


আবেদন প্রক্রিয়া:

1. ভালো করে অফিসিয়াল নোটিফিকেশন পড়ে নিতে হবে।

2. তারপর নিজের হাতে একটি আবেদনপত্র (Application Form) বানিয়ে নিতে হবে।

3. সেটিকে নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।

4. কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।

5. তারপর আবেদনপত্র টিকে নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।


নিয়োগ প্রক্রিয়া:

কোনো প্রকার লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই এখানে হাই স্কুলে নিয়োগ (High School Teacher Recruitment) এর ক্ষেত্রে। মূলত সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে মেরিট লিস্ট জারি করে নিয়োগ করা হবে শিক্ষক ও শিক্ষিকা।




শিক্ষাগত যোগ্যতা:

আপনাকে এই শিক্ষক নিয়োগের চাকরিতে আবেদন করতে গেলে ন্যুনতম স্নাতকোত্তর (Post Graduation) পাশ করে থাকতেই হবে। সঙ্গে দুই বছরের B.ED করা থাকতে হবে। 

যেমন বিজ্ঞান বিভাগে আবেদনের ক্ষেত্রে MSC করার পাশাপশি Physics / Chemistry / Biology এর ওপর দুই বছরের B.ED ডিগ্রি থাকতে হবে।

অন্যদিকে কলা বিভাগের আবেদনের ক্ষেত্রে MA করার পাশাপাশি ইতিহাস কিংবা ইংরেজি বিষয়ে B.ED করা থাকতে হবে।


বয়সসীমা:

হাই স্কুলে নিয়োগ (High School Teacher Recruitment) এ আবেদনের ক্ষেত্রে আপনার ন্যুনতম বয়স হতে হবে 25 বছর এবং এখানে সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।


ইন্টারভিউয়ের দিন ও সময়: 

আগামী 24 মার্চ, 2022 সকাল 10 টা থেকে ইন্টারভিউ শুরু হবে প্রার্থীদের। তার আগেই সবাইকে ইন্টারভিউ কেন্দ্রে এসে উপস্থিত হতে হবে। উক্ত সময়ের পর কেউ ইন্টারভিউ কেন্দ্রে আসলে তাকে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।


প্রয়োজনীয় ডকুমেন্ট:

ইন্টারভিউ কেন্দ্রে আপনাকে যেসব ডকুমেন্ট নিয়ে আসতে হবে –

1. নিজের একটি CV তথা Bio Data

2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র

3. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

4. B.Ed সার্টিফিকেট 

5. Graduation সার্টিফিকেট 

6. Post Graduation সার্টিফিকেট

7. নিজের রঙিন পাসপোর্ট ফটো

8. ভোটার কিংবা আঁধার কার্ড ইত্যাদি


আরও সবিস্তারে জানতে এবং আবেদন ও নিয়োগ সম্পর্কে কোনো রকম কিছু জানার থাকলে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি দেখে নিতে পারেন।







প্রতিনিয়ত চাকরির নতুন নতুন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।







Leave a comment