WB Primary TET 2022: দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে 1000 প্রাইমারি শিক্ষক নিয়োগ

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য জারি হলো এক বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যে অসংখ্য শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা (Primary Teacher) এবং নন-টিচিং (Non Teaching) পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যে বেশ কিছুদিন আগেই প্রকাশ করা হলো Primary TET 2017 এর রেজাল্ট এবং খুব শীঘ্রই হতে চলেছে Primary TET 2022 এবং ঠিক এরই মধ্যে প্রায় 1000 শূন্যপদে ফের শিক্ষক কর্মী নিয়োগের জন্য ঘোষণা করা হলো। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন এবং শিক্ষকতা করতে পছন্দ করেন তবে এখানে আবেদন করতে পারবেন।

WB Primary Teacher Recruitment 2022

কে কে আবেদন করতে পারবেন?

এই শিক্ষক এবং নন টিচিং পদে কর্মী নিয়োগের জন্য যে ঘোষণা করা হয়েছে সেখানে যেকেউ আবেদন করতে পারবেন। রাজ্যের যেকোনো জেলা তথা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে সবাই সমান ভাবে Primary Teacher ও Non Teaching পদে আবেদনের যোগ্য।

পদের নাম ও শূন্যপদ:

মূলত 3 প্রকার পদে কর্মী নিয়োগের কথা বলে হয়েছে। নিচে দেওয়া হলো –
1. প্রাইমারি শিক্ষক (Primary Teacher)- 198

2. প্যারা টিচার (Para Teacher)- 394

3. নন টিচিং স্টাফ (Non Teaching Staff)- 390

শিক্ষাগত যোগ্যতা:

নিচে প্রতিটি আলাদা পদ অনুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো –
প্রাইমারি শিক্ষক (Primary Teacher)
আবেদনকারীকে প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে পশ্চিমবঙ্গের Primary TET এর মতই যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ উচ্চমাধ্যমিক এ 50% নম্বর সহ পাস করার পাশপাশি আপনাকে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে দু বছরের D.El.Ed করা থাকতে হবে।
প্যারা টিচার (Para Teacher)
এই শিক্ষক পদে আবেদন করতে গেলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই চলবে। স্নাতক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও সমানভাবে এখানে আবেদনের যোগ্য। D.El.Ed / B.Ed করা প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার হবে।
নন টিচিং স্টাফ (Non Teaching Staff)
এই Non Teaching Staff পদে মূলত Group-C ও Group-D পদে নিয়োগ করা হবে। আপনি যদি এই পদ গুলিতে আবেদন করতে চান, তবে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই চলবে।

মাসিক বেতনক্রম:

নিয়োগের পর কর্মীদের পদ অনুযায়ী ভিন্ন বেতন দেওয়া হবে।
1.প্যারা টিচার (Para Teacher)- মাসে 10000 টাকা বেতন


2.নন টিচিং স্টাফ (Non Teaching Staff)- মাসে 8000 টাকা বেতন দেওয়া হবে

3. প্রাইমারি শিক্ষক (Primary Teacher)- নিয়োগের পর নিয়োগকারী সংস্থা থেকে বেতন নির্ধারণ করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আপনি যদি এই শিক্ষক পদ এবং নন টিচিং স্টাফ পদের চাকরিতে আবেদন করতে চান তবে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন অতি সহজেই। অফিসিয়াল ওয়বসাইট এ গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করে নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে এবং বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন করে নিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

যদিও বিজ্ঞপ্তিতে সরাসরিভাবে কিছু বলা হয়নি এখনও যে ঠিক কিভাবে নিয়োগ করা হবে তবুও বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে লিখিত পরীক্ষার আয়োজন করা হতে পারে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ হবে। এবং Non Teaching (Group-C, Group-D) পদে নিয়োগ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হওয়ার সম্ভবনা রয়েছে।
আরও বিস্তারিত ও বিশদে জানতে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো দেখে নিতে পারেন। সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হচ্ছে যেখানে গিয়ে আবেদন করতে হবে। 
Official Notification: Click Here

Official Website: Click Here

More Govt Job: Click Here


আরও নতুন নতুন চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন।

Telegram Channel: Join Here

Leave a comment