রাজ্যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) এর পক্ষ থেকে বিভিন্ন স্তরে কম্পিউটার শিক্ষক নিয়োগ। আপনি যদি কম্পিউটারের কাজ করতে মোটামুটি দক্ষ হয়ে থাকেন তবে এই নিয়োগের অংশগ্রহণ করতে পারেন। রাজ্যের প্রতিটি জেলা থেকে যেকেউ এই চকারিতে আবেদনের যোগ্য। মূলত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে আপাতত কম্পিউটার শিক্ষক নেওয়া হচ্ছে। নিচে বিস্তারিত দেওয়া হলো।
নিয়োগকারী বোর্ড:
পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দপ্তর (School Education Department, Govt. of West Bengal) এর অধীনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) এর তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ করা হবে।
পদের নাম:
নিচে পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হলো – মূলত তিন ধরনের কম্পিউটার শিক্ষক পদে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে।
ICT Computer Teacher
প্রাথমিক শিক্ষক (Primary Teacher)
শিক্ষাগত যোগ্যতা:
1. যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।
2. যেকোনো স্বীকৃত সংস্থা থেকে একটি কম্পিউটার সার্টিফিকেট নেওয়া থাকতে হবে।
3. সঙ্গে Android বিষয়ে বিশেষ দক্ষ হতে হবে।
উচ্চ প্রাথমিক শিক্ষক (Upper Primary Teacher)
শিক্ষাগত যোগ্যতা:
1. যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করে থাকতে হবে।
2. এখানেও একটি কম্পিউটার সার্টিফিকেট দরকার।
3. সঙ্গে Android এর কাজে দক্ষ হতে হবে।
বেতনক্রম:
চাকরিতে নিয়োগ পাওয়ার পর বেতন দেওয়া হবে মাসে 10500 টাকা।
CLT Computer Teacher
প্রাথমিক শিক্ষক (Primary Teacher)
শিক্ষাগত যোগ্যতা:
1. যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।
2. একটি বৈধ কম্পিউটার সার্টিফিকেট থাকা দরকার।
বেতন: 8500 টাকা মাসে।
উচ্চ প্রাথমিক শিক্ষক (Upper Primary)
শিক্ষাগত যোগ্যতা:
1. আপনাকে স্নাতক পাস হতে হবে।
2. সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
বেতন: 9500 টাকা দেওয়া হবে মাসে।
DCO Computer Teacher
প্রাথমিক শিক্ষক (Primary Teacher)
শিক্ষাগত যোগ্যতা:
1. আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে।
2. কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
3. Android এ দক্ষ হতে হবে
বেতনক্রম: 6500 টাকা বেতন মাসে।
উচ্চ প্রাথমিক শিক্ষক (Upper Primary)
শিক্ষাগত যোগ্যতা:
1. স্নাতক পাস হতে হবে।
2. কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
3. Android এর কাজে জ্ঞান থাকতে হবে।
বেতনক্রম: 7500 টাকা বেতন মাসে।
আবেদন প্রক্রিয়া:
নিম্নলিখিত ধাপ এর মধ্য দিয়ে আবেদন করতে হবে –
1. নিজের হাতে ভালো করে একটি আবেদন পত্র লিখে নিন।
2. সঙ্গে একটি BIO DATA বানিয়ে নিন।
3. কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে।সঙ্গে।
4. সবার শেষে সেটিকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
Application Form: Click Here
For More WB Govt Job: Click Here