পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। রাজ্যে মূলত গ্রূপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের বাসিন্দা এবং নারী-পুরুষ নির্বিশেষে যেকেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রধানত রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট অফিসের পক্ষ থেকে রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa) এ নানানা গ্রূপ-সি কর্মী নেওয়া হবে। আপনি যদি সরকারি চাকরির তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা:
পশ্চিমবঙ্গ রাজ্যে মূলত রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa) এর আওতায় কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম:
প্রধান দুটি পদে গ্রূপ-সি কর্মী নিয়োগ করা হবে। যথা-
- একাউন্টেন্ট (Accountant)
- ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
শিক্ষাগত যোগ্যতা:
একাউন্টেন্ট (Accountant):
- যেকোনো ইউনিভার্সিটি থেকে কমার্স বিষয়ে স্নাতক পাস করতে হবে।
- কম্পিউটারের কাজে বিশেষ জ্ঞান বিশেষ করে MS OFFICE এর কাজ জানতে হবে।
ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator):
- যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস।
- কম্পিউটারের কাজে বিশেষ জ্ঞান বিশেষ করে MS OFFICE এর কাজ জানতে হবে।
বয়সসীমা:
দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 40 বছরের নিচে থাকতে হবে।
বেতনক্রম:
- একাউন্টেন্ট (Accountant): 15000 টাকা মাসে।
- ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator): 11000 টাকা মাসে।
নিয়োগ প্রকিয়া:
তিনটি ধাপের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। যথা-
- লিখিত পরীক্ষা
- কম্পিউটার টেস্ট
- ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে আবেদন করে নিতে হবে। আবেদনের সময় আবেদনকারীকে নিজের পাসপোর্ট ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে।
আবেদেনের সময়সীমা:
Rupashree Prakalpa এর গ্রূপ-সি চাকরির জন্য আবেদন করতে পারবেন আগামী 28/02/2022 তারিখের মধ্যে।
Official Notification: Click Here
Apply Online: Click Here
Official Website: Click Here