অবশেষে রাজ্যে দীর্ঘদিনের ঝুলে থাকা Primary TET Certificate মামলার নিষ্পত্তি হলো আজ। আজ হাইকোর্টের বিশেষ রায় অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রাথমিক (Primary TET) পাস করা প্রতিটি উত্তীর্ণ প্রার্থীদের TET সার্টিফিকেট দেওয়া হবে। মূলত প্রাথমিক টেট সার্টিফিকেট এর পূর্ব মামলার সূত্র ধরেই আজ কলকাতা সর্বোচ্চ আদালতে (Kolkata High Court) ওঠে উক্ত মামলাটি এবং সেখান থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) তথা WBBPE এর কথা অনুযায়ী সকল Primary TET উত্তীর্ণদের হাতে হাতে TET পাস সার্টিফিকেট দেওয়া হবে।
উল্লেখ্য রাজ্যে Primary TET 2017 এর রেজাল্ট প্রকাশ পাওয়ার পর থেকে রাজ্যের নানান মহলে নানান জল্পনার সৃষ্টি হয়। অন্যদিকে এই 2017 টেট এর ফলাফল প্রকাশ পাওয়ার থেকেই রাজ্যে Primary TET 2014 এর উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা আরো বেশি করে সরব হতে শুরু করে তাদের নিয়োগের দাবিতে। 2014 এর টেট উত্তীর্ণরা সংশয়ে ভুগতে থাকে তাদের নিয়োগ নিয়ে। ফলস্বরূপ তারা নানান জায়জায় নানান ভাবে তাদের দাবি তুলে ধরে নিয়োগের জন্য। তাই আদালত থেকে আজ সরাসরি এই মর্মে উপস্থিত হয়ে বলা হয়েছে যে, রাজ্যের সকল টেট উত্তীর্ণদের হাতে টেট সার্টিফিকেট (Primary TET Certificate) দেওয়া হবে, এমনকি এই সার্টিফিকেট দেওয়া হবে Primary TET 2014 উত্তীর্ণ প্রার্থীদের যার ওপর ভিত্তি করে ভবিষ্যতে আর কোনো রকম টেট পরীক্ষা না দিয়েই সেই সার্টিফিকেট নিয়ে সরাসরি ইন্টারভিউয়ে বসার সুযোগ পাবেন রাজ্যের হাজার হাজার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
আজ 3 জানুয়ারি, 2022 বৃহস্পতিবার আদালতের পক্ষ থেকে যে রায় দেওয়া হলো সেটি অনুযায়ী 2014 সালের TET পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যাদের ট্রেনিং (D.EL.ED) সম্পূর্ণ কেবলমাত্র তাদেরকেই দেওয়া হবে টেট সার্টিফিকেট (WB Primary TET Certificate) এবং তাদের যাদের ট্রেনিং এখনো সম্পূর্ন হয়নি বা যারা ট্রেনিং করেননি তাদের আপাতত টেট সার্টিফিকেট দেওয়া হবে না। এবং কলকাতা হাই কোর্টের তরফ থেকে আরো জানানো হয়েছে যে যারা ট্রেনিং করেননি কিন্তু TET পাস করেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। সেক্ষেত্রে নন-ট্রেনড তথা আন-ট্রেনড TET উত্তীর্ণ প্রার্থীদের জন্য শীঘ্রই প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) একটি পোর্টাল খোলার ব্যবস্থা করবে যেখানে তারা তাদের টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
Official Website: www.wbbpe.org
পশ্চিমবঙ্গের আরো অন্যান্য সরকারি চাকরির খবর পেতে: এখানে ক্লিক করুন