পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য জারি হলো এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যে বিভিন্ন Group-C এবং Group-D পদে অসংখ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সব থেকে বড়ো কথা হলো এই নিয়োগের ক্ষেত্রে যেকোনো শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। ন্যুনতম অষ্টম পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ-মহিলা সবাই আবেদন করতে পারবেন। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন এবং এই চাকরির জন্য আবেদন করতে চান তবে নিচে আবেদন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারেন।
পদের নাম ও শূন্যপদ:
বিভিন্ন প্রকার গ্রূপ-সি এবং গ্রূপ-ডি পদে কর্মী নিয়োগ করা হবে। নিচে বিভিন্ন পদের নাম এবং কোন পদে কত সংখ্যক শূন্যপদ রয়েছে তার বিবরণ দেওয়া হলো-
Group-C
- Lower Division Clerk (Group-C)- 03
Group-D
- Laboratory Attendant- 02
- Peon- 02
- Library Peon- 01
- Lady Attendant- 01
- Karmabandhu- 02
শিক্ষাগত যোগ্যতা:
- Group-C: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে আবেদনকারীকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার এর কাজ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে।
- Group-D: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে আবেদনকারীকে অষ্টম শ্রেণি পাস করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার এর কাজ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
- গ্রূপ-সি এবং গ্রূপ-ডি এই দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।
- SC/ST/Ex-Serviceman এর বয়সে 5 বছরের এবং OBC দের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম:
- Group- C: 22700-58500 টাকা মাসে।
- Group- D: 17000-43600 টাকা মাসে।
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে আবেদনপত্র (Application Form) টি ভালো করে যাবতীয় নানান তথ্যাদি দিয়ে পূরণ করে তা নির্দিষ্ট দিনের মধ্যে ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফি:
আবেদন করতে জেনারেল দের 150 টাকা দিতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের 50 টাকা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
রেজিস্টার্ড কিংবা স্পিড পোস্ট এর মাধ্যমে আবেদনপত্রটি যে ঠিকানায় পাঠাবেন-
- TAMRALIPTA MAHAVIDYALAY, ABASBARI, TAMLUK, PURBA MEDINIPORE
আরও পড়ুন:
আবেদনের সময়সীমা:
আগামী 11/03/2022 তারিখের মধ্যে আবেদন পাঠাতে পারবেন।
Official Notification: Click Here
Application Form: Click Here
Official Website: Click Here
পশ্চিমবঙ্গের আরো অন্যান্য সরকারি চাকরির খবর পেতে: এখানে ক্লিক করুন