সরকারি চাকরিপ্রার্থীদের জন্য প্রচুর শূন্যপদে নিয়োগের এক দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। কেন্দ্র এর সীমা সুরক্ষা বল তথা BSF এর পক্ষ থেকে দেশ জুড়ে 2788 শূন্যপদে BSF Constable পদে নিয়োগ করা হবে। দেশ তথা রাজ্যের যেকোনো জেলা বা যেকোনো স্থান থেকে হলেই আপনি আবেদন করতে পারেন। পুরুষ কিংবা মহিলা যেকেউ আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন কোর্ট আবেদনকারীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। নিয়োগ সম্পর্কীয় বিস্তারিত খুঁটিনাটি জানতে নিচে বিস্তারিত দেখে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা
সীমা সুরক্ষা বল তথা Border Security Force (BSF) এর তরফ থেকে এই নিয়োগটি করা হবে।
পদের নাম
BSF এর পক্ষ থেকে মূলত Constable (GD) পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ
প্রায় 2788 শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে-
- পুরুষ- 2651
- মহিলা- 137
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা (Minimum Height)
- পুরুষ: 165cm
- মহিলা: 155cm
বুকের ছাতি (Minimum Chest)
- শুধু পুরুষের ক্ষেত্রে: না ফুলিয়ে 78cm এবং 5cm ফোলানোর পর 83cm
ওজন (Minimum Weight)
পুরুষ ও মহিলা দু-জনের ক্ষেত্রেই উচ্চতার সঙ্গে ওজন বিশেষ অনুপাতে থাকবে।
বয়সসীমা
Constable Tradesman পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18-23 বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া
অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদনকারীকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন করে নিতে হবে।
Official Notification: Click Here
Official Website: bsf.nic.in
Apply Online: Click Here