Primary TET 2017 Update: মার্চের পরেই রাজ্যে নতুন টেট, এবার কতজন বসবেন পরীক্ষায়, কবে 2017 এর নিয়োগ প্রক্রিয়া, জানুন বিস্তারিত

রাজ্যে বর্তমানে অন্যতম চর্চার বিষয় হলো প্রাথমিক টেট (Primary TET 2017)। টেটের ফলপ্রকাশের পর পরই রাজ্যে 2017 এর টেট উত্তীর্ণ প্রার্থী এবং নতুন টেট পরীক্ষার্থীদের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। Primary TET 2017 Result প্রকাশের পর এবার রাজ্যে কবে উত্তীর্ণদের ইন্টারভিউ হবে, এবং কবেই বা নিয়োগ? এবং নতুন টেট প্রার্থীদের মতে রাজ্যে নতুন টেট (Primary TET 2022) কবে হতে পারে ইত্যাদি প্রশ্ন নিয়ে সংশয়ে দিন কাটাচ্ছেন টেট প্রার্থীরা। 


manik bhattacharya primary tet

Primary TET 2017 Result মোট শূন্যপদ 

এবার Primary TET 2017 এ পাশের হার অত্যান্ত কম। টেট এ 1 লক্ষ 90 হাজারের মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করেছেন শুধুমাত্র 9 হাজার 896 জন প্রার্থী। সেদিক থেকে বিচার করলে পাশের হার মাত্র 5 শতাংশ। এদিকে Primary TET 2017 এর শূন্যপদের (Vacancy) সংখ্যা নিয়ে প্রাথমিক পর্ষদ (WBBPE) থেকে সরাসরি কিছু বলা না হলেও বিশেষজ্ঞদের মত অনুসারে এবং শিক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী রাজ্যে 15 হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে এখন শিক্ষকের প্রচুর ঘাটতি চোখে পড়ার মতো। তাই 2017 এর প্রাইমারি টেট এ শূন্যপদের সংখ্যা 25 হাজারেরো বেশি হতে পারে।



Primary TET 2017 ইন্টারভিউ ও নিয়োগ 

প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) তথা রাজ্য সরকার খুব তৎপর হয়ে উঠেছেন 2017 এর Primary TET নিয়োগের জন্য। তারা চাইছেন খুব তাড়াতাড়ি করে Primary TET 2017 এর উত্তীর্ণদের ইন্টারভিউ নিয়ে তাদের নিয়োগ করতে। এবার রাজ্যে পুরোপুরি স্বচ্ছভাবে এবং দুর্নিনীতিমুক্তভাবে প্রকাশ করা হয়েছে Primary TET 2017 এর ফলাফল, এমনটাই দাবি করেছেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। তাই আর বিলম্ব না করে ফেব্রুয়ারির শেষ দিকে তথা মার্চের প্রথম সপ্তাহেই Primary TET 2017 দের ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। 



মার্চের পরেই রাজ্যে নতুন Primary TET 2022

এখন Primary TET 2017 Result প্রকাশ পাওয়ার পর নতুন টেট পরীক্ষাপ্রার্থীদের মনে একটাই প্রশ্ন- কবে রাজ্যে সংঘটিত হতে চলেছে নতুন টেট (Primary TET 2022)? এ বিষয়ে প্রাথমিক পর্ষদ (WBBPE) থেকে পরিষ্কার ভাবে এখনো কিছু বলা না হলেও বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী রাজ্যে অতি শীঘ্রই হতে চলেছে নতুন টেট। সম্ভবত এই বছরেই অর্থাৎ 2022 এর মার্চ মাসের পরেই টেট পরীক্ষা হতে পারে। শিক্ষা পর্ষদের নতুন গাইডলাইন অনুযায়ী রাজ্যে বছর বছর টেট নেওয়া হবে। এ বিষয়টি রাজ্যের টেট চাকরিপ্রার্থীদের মনে অনেকটাই আসার আলো জুগিয়েছে। 



Primary TET 2022 মোট পরীক্ষার্থী 

Primary TET 2022 এর পরিক্ষায় এবার রাজ্যে যে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী টেট এর পরীক্ষায় বসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। Primary TET 2017 এর বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর রাজ্যে সেবার পরীক্ষার জন্য আবেদন পড়েছিল 2 লক্ষ 45 হাজার 344 জন চাকরিপ্রার্থীর অর্থাৎ প্রায় আড়াই লক্ষের মতো। তারপর রাজ্যে টেটের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ পায়নি প্রায় 5 বছর হতে চললো। 2017 থেকে 2021 এর মধ্যে এই সুদীর্ঘ সময়ে রাজ্যে অনেক সংখ্যক চাকরিপ্রার্থী D.El.Ed করে WB Primary TET এ বসার জন্য উপযুক্ত হয়েছেন। অন্যদিকে কেন্দ্র এর নিয়ম মেনে B.Ed দের কেও Primary TET এ বসার অনুমতি প্রদান করেছে রাজ্য সরকার তথা শিক্ষা পর্ষদ। মোট হিসাব করলে এবার রাজ্যে যদি নতুন টেট হয় তবে সেখানে মোট আবেদনের পরিমান 6-7 লক্ষেরও গন্ডি পেরোতে পারে। 



Official Website: www.wbbpe.org

 

Leave a comment