রাজ্যে ব্লক-পৌরসভায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে Group-C পদে নিয়োগ | West Bengal Group-C Recruitment 2022

রাজ্যের সরকারি চাকরীপ্রার্থীদের বিশেষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। রাজ্যের এক জেলায় পৌরসভাতে করা হবে নিয়োগ। ন্যুনতম উচ্চমাধ্যমিক যোগ্যতায় নারী কিংবা পুরুষ যে কেউ আবেদনের যোগ্য। প্রধানতম গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে  করা হবে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম এর তত্ত্বাবধানে জেলা DM Office এর পক্ষ হেকে জেলার মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি এই চাকরির  আবেদন করতে ইচ্ছুক হন তবে নিচে বিস্তারিত দেওয়া হলো দেখে নিন।


job aspirants applying for job

নিয়োগকারী সংস্থা ও নিয়োগস্থান 

West Bengal Minorities’ Development and Finance Corporation (WBMDFC) এর তত্ত্বাবধানে উত্তর দিনাজপুর জেলার DM অফিসের তরফ থেকে সরাসরি দুটি ব্লকে নিয়োগ করা হবে-
  • Goalpukur-1
  • Islampur Block and Islampur Municipality 

পদের নাম

উক্ত পৌরসভাতে মূলত যে পদে নিয়োগ করা হবে-
  • রিকোভারি এজেন্ট (Recovery Agents)


শিক্ষাগত যোগ্যতা

এই Recovery Agents পদে আবেদন করতে আবেদনকারীকে অবশই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

কম্পিউটার যোগ্যতা 

  • আবেদনকারীকে কম্পিউটারের সাসারণ জ্ঞান সম্পর্কে অবগত হতে হবে।
  • কম্পিউটারের MS Word, MS Excel, Power Point, MS Access, Internet বিষয়ে পুরোপুরি দক্ষ হতে হবে।

আবেদনাকরির বয়স 

এই পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 20 থেকে 40 বছর বয়সের মধ্যে।



আবেদন প্রক্রিয়া

পুরোপুরি অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীরা সর্বপ্রথম Application Form টি নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে ভালো করে পূরণ করতে হবে। 

আবেদন পত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে-
  • আবেদনকারীর Bio-Data 
  • সব পরীক্ষার অরিজিনাল মার্কশিট সঙ্গে জেরক্স কপি এটাস্টেড করে 
  • মাধ্যমিকের এডমিট বয়সের প্রমাণপত্র হিসাবে 
  • আঁধার কিংবা ভোটার কার্ড 
  • দুই কপি রঙিন পাসপোর্ট ফটো 
এসব  আবেদনকারীকে একেবারে Walk-In-Interview -এর দিন যথাস্থানে হাজির হতে হবে।


Walk-In-Interview -এর তারিখ ও স্থান 

আগামী 13/01/2022 তারিখে আবেদনকারীকে ইন্টারভিউয়ের জন্য যে স্থানে উপস্থিত হতে হবে-
  • Amber DD-  27/E Salt Lake, Sector-1, Kolkata-65


নিয়োগ পদ্ধতি 

কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই রিকোভারি এজেন্টস পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।




Official Notification: Click Here


Application Form: Click Here


Official Website: uttardinajpur.gov.in


For More Govt Job: Click Here


এরকম আরো চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন: Click Here to Join Telegram Channel 


Leave a comment