পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক, লাগবে না আবেদন ফি | WB Asha Karmi Recruitment 2022

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য এক অসাধারণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। রাজ্যের এক জেলায় আবার প্রকাশ পেলো আশা কর্মী নিয়োগের। এর আগেও রাজ্যের বিভিন্ন জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের মহিলা প্রার্থীরা অনায়াসেই করতে পারবেন আবেদন। আবেদন করতে লাগবে না কোনো রকম আবেদন ফি। নিচে আবেদনের খুঁটিনাটি দেওয়া হলো, দেখে নিতে পারেন।

Asha Karmi

নিয়োগকারী সংস্থা: কোচবিহার জেলার বিভিন্ন মহকুমার (Sub- Division) আশা কর্মী নিয়োগ করা হবে।   

যেসব সাব-ডিভিশনে আশা কর্মী নিয়োগ করা হবে-                                                                                    

  • সদর সাব ডিভিশন 
  • দিনহাটা সাব ডিভিশন 
  • মাথাভাঙ্গা সাব ডিভিশন 
  • তুফানগঞ্জ সাব ডিভিশন 
  • মেখালিগঞ্জ সাব ডিভিশন 

আশা কর্মী নিয়োগ 2022 পদের নাম: আশা কর্মী (Asha Karmi) পদে নিয়োগ করা হবে।


আশা কর্মী নিয়োগ 2022 শূন্যপদের সংখ্যা: সব সাব ডিভিশনে সব মিলিয়ে সর্বমোট 101 টি শূন্যপদে আশা নিয়োগ করা হবে।


আশা কর্মী নিয়োগ 2022 শিক্ষাগত যোগ্যতা: আশা কর্মী পদে আবেদন করতে আবেদনকারীকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।




আশা কর্মী নিয়োগ 2022 বয়সসীমা: আশা কর্মী পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে। এবং SC/ST দের জন্য বয়স হতে হবে 22-40 বছরের মধ্যে। 


আবেদন ফি: আশা কর্মী পদে আবেদনের জন্য আবেদনকারীকে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।


আশা কর্মী বেতন:  মাসে 4500 টাকা বেতন এবং সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।


আশা কর্মী নিয়োগ 2022 last date: আগামী 18/01/2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে।




Official Notification & Application Form for Asha Karmi Recruitment:

Official Website: coochbehar.nic.in

Leave a comment