রাজ্য সমবায় ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ, বেতন 68,703 টাকা | WEBCSC Recruitment 2022

রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর নিয়ে এলো WEBCSC তথা পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন। WEBCSC এর পক্ষ থেকে রাজ্যে নানান পোস্টে শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। আপনি যদি সরকারি চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করছেন তবে আপনার জন্য বিশেষ চাকরির সুবিধা। নিচে বিস্তারিত দেওয়া হলো-

job aspirants

নিয়োগের নাম:  WEBCSC Recruitment 2022

নিয়োগকারী সংস্থা: WEST BENGAL CO-OPERATIVE SERVICE COMMISSION (WEBCSC) এর পক্ষ থেকে হবে নিয়োগ। 

পদের নাম: মূলত যেসব পদে আবেদন নেওয়া হবে তা নিচে দেওয়া হলো-   

  1. Grade- II
  2. Procurement officer
  3. Marketing officer
  4. Assistant Manager
  5. Group- II Manager 
  6. Junior Marketing Officer

শূন্যপদের সংখ্যা: এসব পদ থেকে সর্বমোট 14 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।



শিক্ষাগত যোগ্যতা: এসব পদে আবেদন করতে আবেদনকারীর ন্যুনতম যোগ্যতা হলো স্নাতক পাশ। 


বয়স: আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। এবং SC/ST/OBC দের ক্ষেত্রে বয়স হতে হবে 18-45 বছরের মধ্যে। 



বেতন: মাসে সর্বনিম্ন বেতন- 37,415 টাকা এবং সর্বোচ্চ বেতন- 68,703 টাকা|


আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। 


নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে হবে প্রার্থী বাছাই। 


আবেদনের সময়সীমা: আগামী 21/01/2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে।




Official Notification: Click Here


Official Website: www.webcsc.org


Apply Online: Click Here




 
                                                

Leave a comment