পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) এর পক্ষ থেকে এক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। রাজ্যের যেকোনো জেলা থেকে যেকোনো ব্যক্তি করতে পারেন আবেদন। West Bengal General Service এর অধীনে INFORMATION AND CULTURAL AFFAIRS, GOVT. OF W.B. বিভাগে হবে নিয়োগ। প্রোটোকল অফিসার পদে নিয়োগ করা হবে। যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ হলেই করা যাবে আবেদন। নিয়োগের সম্পর্কে আরো বিস্তারিত খুঁটিনাটি নিম্নে দেওয়া হলো।
নিয়োগকারী সংস্থা: WBPSC তথা West Bengal Public Service Commission
পদের নাম: Protocol Officer পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে Graduate হতে হবে অর্থাৎ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে।
বিশেষ যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে।
Read More: পশ্চিমবঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ অসংখ্য BSK কর্মী
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে 25-37 বছরের মধ্যে।
বেতন: 37100-95500/- মাসে।
আবেদন প্রক্রিয়া: WBPSC এর Official Website এ গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন।
আবেদন ফি: 160 টাকা দিতে হবে আবেদন করতে।
Read More: পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য বিভাগে গ্রূপ-ডি ও অন্যান্য কর্মী নিয়োগ
আবেদনের সময়সীমা: আগামী 19/01/2022 এর মধ্যে করতে হবে আবেদন।
Click Here For Official Notification
Official Website: wbpsc.gov.in
Read More: উচ্চমাধ্যমিক পাশে উচ্চ বেতনে উত্তর ভারতে রেলে নিয়োগ অসংখ্য কর্মী