পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর। রাজ্যের পৌরসভাতে অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হবে কর্মী। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধু Walk-in-Interview এর মাধ্যমে করা হবে নিয়োগ। প্রথমদিকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে এবং পরবর্তীকালে চাকরি স্থায়ী করার সম্ভাবনা রয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে যে কেউ অনায়াসে করতে পারবেন চাকরির জন্য আবেদন। আবেদনের খুঁটিনাটি নিচে বিস্তারিত দেওয়া হলো-
নিয়োগকারী সংস্থা: Office of the Burdwan Municipality
পদের নাম: প্রধানত SAE (Civil) পদে করা হবে কর্মী নিয়োগ।
শূন্যপদ: সর্বমোট 5 টি শূন্যপদে পৌরসভাতে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত Board/Council/University থেকে Civil Engineering বিষয়ে Diploma করতে হবে।
আরও পড়ুন: মাধ্যমিক পাসে পশ্চিম মধ্য রেলে নিয়োগ, দেখে নিন বিস্তারিত
বয়স: এই পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18-45 বছরের মধ্যে।
বেতন: 11000 টাকা মাসে।
আবেদন ফিBurdwan Municipality SAE Civil Recruitment : এর জন্য কোনো আবেদন ফি দিতে হবে না।
আবেদন প্রক্রিয়া: যেহেতু ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ তাই আবেদনকারীকে একেবারে Walk-In-Interview এর দিন দুপুর 12:30 এর আগে নিজের একটি CV এবং সব রকম Original Documents এবং তার এক কপি করে জেরক্স নিয়ে নির্দিষ্ট স্থানে আসতে হবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ অসংখ্য BSK কর্মী
ইন্টারভিউয়ের দিনক্ষণ ও সময়: 05/01/2022 তারিখে দুপুর 12:30 টা থেকে শুরু হবে Walk-In-Interview
আবেদনের সময়সীমা: আবেদন করতে হবে 05/01/2022 তারিখের পর।
Official Notification: Click Here
Official Website: http://burdwanmunicipality.gov.in/
More Govt Job News: Click Here