চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অসংখ্য শূন্যপদে নিয়োগ করা হবে শিক্ষক পদে। শুধুমাত্র স্নাতক পাশে আপনি করতে পারবেন আবেদন। বিভিন্ন প্রকার পদে মোট 11403 টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। আপনি দেশ তথা রাজ্যের যেকোনো স্থানের বাসিন্দা হলেই করতে পারবেন আবেদন। TGT এবং অন্যান্য শিক্ষক পদে নিয়োগ করা হবে। আপনি যদি চাকরির খোঁজে থাকেন এবং এই চাকরি করতে চান তবে দেখে নিন আবেদনের খুঁটিনাটি-
নিয়োগকারী সংস্থা: DSE, Odisha, Bhubaneswar
পদের নাম ও শূন্যপদ: মোট 7 টি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে, এবং প্রতিটি পদের দেন পাশে শূন্যপদের সংখ্যা দেওয়া হলো-
- TGT (Arts)- 3308
- TGT (Science) (PCM)- 2370
- TGT (Science) (CBZ)- 1544
- Hindi Teacher- 1753
- Sanskrit Teacher- 1188
- Telegu Teacher- 22
- Physical Education Teacher- 1218
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে স্নাতক পাশ এবং সঙ্গে যেকোনো একটি ডিগ্রি কোর্স করে থাকতে হবে।
আবেদনকারীর বয়স: এই চাকরির জন্য আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে 21-32 বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি: মূলত অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে।
আবেদন ফি: General দের জন্য 600 টাকা এবং SC/ST/PWD দের দিতে হবে 400 টাকা।
আবেদনের সময়সীমা: 03/01/2022 থেকে 31/01/2022 এর মধ্যে করতে পারবেন আবেদন।
Official Notification: Click Here
Official Website: https://dseodisha.in/
For More Govt News: Click Here