উচ্চমাধ্যমিক পাশে উচ্চ বেতনে উত্তর ভারতে রেলে নিয়োগ অসংখ্য কর্মী । Northern Railway Recruitment 2021-2022

উত্তর ভারতে রেলে চাকরির সুবর্ণ সুযোগ। আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করছেন তবে আপনার জন্য রয়েছে একটি বিশেষ চাকরির সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর তত্ত্বাবধানে উত্তর ভারতের রেল এর পক্ষ থেকে মূলত ক্রিয়া বিভাগে নিয়োগ করা হবে অসংখ্য ক্রীড়াবিদ। তাই আপনি যদি এই চাকরি করতে ইচ্ছা প্রকাশ করেন দেরি না করে এখনই দেখে নিন আবেদনের খুঁটিনাটি। 

northern railway recruitment 2021

নিয়োগকারী সংস্থা: RAILWAY RECRUITMENT CELL,
NORTHERN RAILWAY


পদের নাম: মোট 12 প্রকার পদে করা হবে কর্মী নিয়োগ। যথা- 

  1. Athletics- Men
  2. Athletics-Women
  3. Cricket – Men
  4. Weight Lifting – Men
  5. Hand Ball-Women
  6. Basketball- Women
  7. Volleyball – Men
  8. Chess- Men
  9. Basketball– Men
  10. Body Building – Men
  11. Boxing – Women
  12. Kabaddi – Women
এই সব পদে মোট 21 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা: এসব পদে আবেদন করার জন্য আবেদনকারীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ, এবং বেশ কিছু পদের জন্য স্নাতক পাশ যোগ্যতা প্রয়োজন।


আবেদনকারীর বয়স: বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে।



বেতন: বেতনক্রম পদের লেভেল অনুযায়ী হবে-
  • Level-4- Rs. 25500-81100 
  • Level-5- Rs. 29200-92300
  • Level- 2- Rs. 19900-63200 
  • Level- 3- Rs. 21700-69100 
আবেদন প্রক্রিয়া: প্রধানত অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদনকারীকে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে যেসব ডকুমেন্ট আপলোড করতে হবে-
  • জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কিংবা সার্টিফিকেট 
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র 
  • ক্রীড়া দক্ষতার প্রমাণপত্র 
  • যদি থাকে তো যেকোনো কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্র 

নিয়োগ প্রক্রিয়া: স্ক্রিনিং টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে করা হবে প্রার্থী বাছাই।


আবেদনের সময়সীমা: আবেদন করতে পারবেন আগামী 27/01/2022 এর মধ্যে। 





Official Notification: Click Here 

Official Website for Apply Online: http://www.rrcnr.org/

For More Govt Job: Click Here 

Leave a comment