West Bengal Asha Karmi Recruitment 2021 | মাধ্যমিক পাসে জেলার সাব ডিভিশনে পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। রাজ্যে ফের হতে চলেছে আশা কর্মী (Asha Workers) নিয়োগ। রাজ্যে ইতিমধ্যে হাজার হাজার শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে আশা কর্মী পদে। বিভিন্ন জেলা জুড়ে অসংখ্য শূন্যপদ প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আশা কর্মী পদে নিয়োগের। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা থেকে করতে পারবেন আবেদন। এবার উত্তরবঙ্গের দার্জিলিং জেলার প্রধান 3 টি  সাব-ডিভিশনে করা হবে আশা কর্মী নিয়োগ। আবেদন করতে বিস্তারিত নিচে দেখে নিন-

wb asha karmi recruitment 2021-22

    WB Asha Karmi Recruitment Official Notification 2021

    নিয়োগ স্থানঃ West Bengal Health and Family Welfare Department – এর পক্ষ থেকে দার্জিলিং জেলার প্রধান 3 টি সাব- ডিভিশনে করা হবে আশা কর্মী নিয়োগ। যথা-

    1. Siliguri Sub-Division Asha Karmi Recruitment 
    2. Mirik Sub-Division Asha Karmi Recruitment 
    3. Kurseong  Sub-Division Asha Karmi Recruitment 

    WB Asha Karmi Vacancy 2021

    পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে গোটা রাজ্যে মোট ১৩ হাজার শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার এই ৩ টি সাব- ডিভিশনে আশা কর্মী নিয়োগ করা হবে মোট ৮৭ জন।


    WB Asha Karmi Educational Qualification

    পশ্চিমবঙ্গ আশা কর্মী পদে আবেদন করতে আবেদনকারীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস।


    WB Asha Karmi Age Limit

    আবেদনকারীর বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে।
    SC/ST- 22-40


    WB Asha Karmi Application Process

    শুধুমাত্র অফলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। আবেদন করতে আবেদন পত্রে– আবেদনকারীকে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে তা নিজস্ব BDO Office এ জমা করতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে। 



    WB Asha Karmi Documents Required

    Application Form -এর সঙ্গে জেগুলি ডকুমেন্ট দিতে হবে-
    • Age Proof (Madhyamik Admit/Birth Certificate)
    • Mark Sheet of Madhyamik
    • Voter Card/Ration Card
    • SC/ST Certificate (if you have)
    • Certificate of Last Educational Qualification

    West Bengal Asha Karmi Salary

    4500 টাকা প্রতি মাসে। 



    WB Asha Karmi Application 2021 Last Date

    আশা কর্মী নিয়োগ 2021 Last Date: 07/01/2022


    Asha Karmi application form PDF 2021



    WB Asha Kormi Official Notification 2021

    Click Here To Get pdf:  Siliguri   Mirik   Kurseong 


    WB Asha Karmi Official Website

    Leave a comment