আপনি কি সরকারি চাকরির খোঁজ করছেন? মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাসে রয়েছে এক দুর্দান্ত চাকরির সুযোগ। দেশের এক রাজ্যে INCOME TAX DEPARTMENT গ্রুপ- সি তথা TAX ASSISTANT ও MULTI TASKING STAFF কর্মী নিয়োগ করা হবে। দেশ তথা রাজ্যের যেকোনো যায়গা থেকে পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবেন। আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হোন, দেখে নিন বিস্তারিত-
নিয়োগকারী সংস্থাঃ INCOME TAX DEPARTMENT এ কর্মী নিয়োগ করা হবে।
পদের নামঃ প্রধান 2 প্রকার পদে প্রার্থী নিয়োগ করা হবে। যথা-
- TAX ASSISTANT
- MULTI TASKING STAFF
শূন্যপদঃ 2 প্রকার শূন্যপদে মোট 7 জন কর্মী নিয়োগ করা হবে-
- TAX ASSISTANT-05
- MULTI TASKING STAFF- 02
শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনঃ পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং বেতন দেওয়া হলো-
TAX ASSISTANT
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো এক স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট। সঙ্গে কম্পিউটার টাইপিং এ বিশেষ দক্ষ হতে হবে।
- বয়সঃ 18-27 বছর।
- বেতনঃ 25500-81100 প্রতি মাসে।
MULTI TASKING STAFF (MTS)
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো এক স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস।
- বয়সঃ 18-25 বছর।
- বেতনঃ 18000-56900 প্রতি মাসে।
আবেদন প্রক্রিয়াঃ সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে করতে হবে আবেদন। আবেদনকারীকে নিজের যাবতীয় তথ্যাদি আবেদনপত্রে লিখে এবং যাবতীয় ডকুমেন্ট সহ তা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনের সময়সীমাঃ আবেদন পাঠাতে হবে আগামী 31/12/2021 এর মধ্যে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: VISIT HERE