চাকরি প্রার্থীদের রয়েছে বিশেষ সুখবর। দেশের কেন্দ্রীয় রেল বিভাগের পক্ষ থেকে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। শুধু মাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় পুরুষ-মহিলা সবাই করতে পারবে আবেদন। মূলত গ্রুপ-সি পদে করা হবে প্রার্থী নিয়োগ। বিস্তারিত দেখুন, নিচে দেওয়া হলো-
নিয়োগকারী সংস্থাঃ প্রধানত কেন্দ্রীয় রেল বিভাগের পক্ষ থেকে করা হবে এই নিয়োগ। (CENTRAL RAILWAY RECRUITMENT)
পদের নামঃ প্রধান 2 প্রকার পদে করা হবে কর্মী নিয়োগ-
- SCOUTS AND GUIDES (LEVEL-1)
- SCOUTS AND GUIDES (LEVEL-2)
শূন্যপদের সংখ্যাঃ 2 প্রকার পদ থেকে মোট 12 জন কর্মী নিয়োগ করা হবে-
- LEVEL-1 (10)
- LEVEL-2 (02)
শিক্ষাগত যোগ্যতাঃ পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ-
SCOUTS AND GUIDES (LEVEL-1)
- আবেদনকারীকে কোনো এক স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। এবং সঙ্গে ITI পাস হতে হবে।
- অথবা, মাধ্যমিক পাস করার পাশাপাশি NATIONAL APPRENTICESHIP CERTIFICATE (NAC) থাকতে হবে।
SCOUTS AND GUIDES (LEVEL-2)
- 50% নম্বর নিয়ে যেকোনো এক স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস।
- অথবা, উচ্চমাধমিক পাস করার পাশাপাশি ITI পাস হতে হবে।
বয়সঃ দুটি পদের জন্যই বয়সসীমা এক রকম-
- বয়স হতে হবে 18-33 বছরের মধ্যে।
- SC/ST দের জন্য বয়সে 5 বছরের ছাড় এবং OBC দের জন্য 3 বছরের।
আবেদন ফিঃ 500 টাকা এবং SC/ST/PWD দের জন্য 250 টাকা।
আবেদন প্রক্রিয়াঃ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন।
আবেদনের সময়সীমাঃ আবেদন চলবে আগামী 20/12/2021 তারিখ পর্যন্ত।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: VISIT HERE