রাজ্যে সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। রাজ্যে শুধুমাত্র দশম পাস যোগ্যতায় এলাহাবাদ তথা ইন্ডিয়ান বাঙ্কের পক্ষ থেকে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। রাজ্যের জেলাতে মূলত গ্রুপ-ডি পদে করা হবে কর্মী নিয়োগ। আপনি যদি এই চাকরি করতে চান তবে এখনই দেখে নিন আবেদন তথা নিয়োগ সম্বন্ধীয় খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থাঃ এলাহাবাদ ব্যাংক (INDIAN BANK) এর পক্ষ থেকে করা হবে নিয়োগ।
পদের নামঃ মূলত গ্রুপ-ডি সুইপার পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট ২১টি শূন্যপদে করা হবে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতাঃ দশম কিংবা অষ্টম যেকোনো যোগ্যতায় আপনি করতে পারবেন আবেদন। এমনকি কিছু কিছু পদে আবেদন করতে কোনো শিক্ষাগত যোগ্যতারই দরকার নেই।
বয়সঃ আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে।
বেতনঃ বেতন দেওয়া হবে ১৪,৫০০-২৮,১৪৫ টাকা মাসে।
আবেদন পদ্ধতিঃ পুরোপুরি অফলাইন প্রক্রিয়ায় হবে আবেদন। আবেদন করতে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে তা পাঠাতে হবে নিজস্ব সার্কেলে। একটি A4 সাইজের সাদা কাগজে মূলত যেগুলি তথ্যাদি লিখতে হবে-
- নিজের নাম বড়ো হাতে
- অভিভাবকের নাম
- নিজস্ব স্থায়ী ঠিকানা
- নিজের মোবাইল নম্বর
- ই-মেল
- শিক্ষাগত যোগ্যতা এবং সঙ্গে প্রমাণপত্র
- শ্রেণি সঙ্গে প্রমানপত্র
- জন্ম তারিখ ও বয়স সঙ্গে প্রমাণপত্র
- প্যান কার্ড নম্বর
- এক কপি পাসপোর্ট ফটো এবং একটি সিগনেচার