উচ্চমাধ্যমিক পাসে রেলে Group-C পদে চাকরির সুবর্ণ সুযোগ | Railway Recruitment 2021| Railway Group C Job

চাকরি প্রার্থীদের জন্য বিশাল সুখবর। আপনি কি রেল বিভাগে চাকরি করতে ইচ্ছুক? তবে খবরটি অবশই দেখুন। শুধু মাত্র উচ্চমাধ্যমিক পাসে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। রেল বিভাগে নেওয়া হবে অসংখ্য GROUP-C কর্মী। তাই দেরি না করে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তবে অতি শীঘ্রই বিস্তারিত দেখে, করে ফেলুন আবেদন। 


নিয়োগকারী সংস্থাঃ উত্তর মধ্য রেল বিভাগ (NORTH CENTRAL RAILWAY) এর পক্ষ থেকে করা হবে নিয়োগ। 


পদের নাম ও শূন্যপদঃ নিচে পদের নাম এবং শূনপদের বিবরণ বিস্তারিত দেওয়া হলো-

ATHLETES
  1. 1500 M
  2. LONG JUMO
  3. POLE VAULT
  4. 35 KM WALK RACE (WOMEN)
BADMINTON
  1. PLAYER
BOXING
  1. 46 KG TO 48 KG MINIMUM WEIGHT
CRICKET (ONLY WOMEN)
  1. WICKET KEEPER
  2. BATTER
  3. SPIN ALL ROUNDER
GYMNASTICS
  1. PLAYER
HOCKEY
  1. FORWARD
  2. MIDFIELDER
  3. FULLBACK DRAG FLICKER
  4. FORARD (WOMEN)
  5. FULLBACK (WOMEN)
POWER LIFTING
  1. 74 KG
TENNIS
  1. PLAYER
TABLE TENNIS
  1. PLAYER
WEIGHT LIFTING
  1. 102 KG
  2. 59 KG (WOMEN)
প্রতিটি উপবিভাগ থেকে 1 জন করে শূন্যপদে প্রার্থী নেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতাঃ 
  • আবেদন করতে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত INTERMEDIATE অর্থাৎ 12th পাস করে থাকতে হবে। 
  • কিছু কিছু টেকনিক্যাল পদের জন্য প্রার্থীকে ITI পাস করে থাকতে হবে।
  • সঙ্গে বেশ কিছু পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে।
বয়সঃ প্রার্থীর বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে। 

বেতনঃ সর্বোচ্চ মাসিক বেতন 20200 এবং সঙ্গে গ্রেড পে থাকবে 1900/2000 টাকা। 

আবেদন পদ্ধতিঃ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। 

আবেদনের সময়সীমাঃ আগামী 25/12/2021 এর মধ্যে আবেদন করতে পারবেন। 


OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: VISIT HERE





Leave a comment