রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত এক নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যে মূলত গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে অসংখ্য কর্মী নিয়্যগ করা হচ্ছে। প্রার্থী উচ্চমাধ্যমিক পাস কিংবা স্নাতক পাস হলেই করতে পারবে আবেদন। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুশ-মহিলা সবাই আবেদন করতে পারবেন। নিম্নে আবেদনের খুঁটিনাটি দেওয়া হচ্ছে।
- RADIOGRAPHER
- NURSE (GRADE-I)
- NURSE (GRADE-II)
- JUNIOR ACCOUNTANT
- RECEPTIONIST CUM TELEPHONE OPERATOR
পদ অনুযায়ী বিবরণঃ পদ অনুসারে শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং বেতনক্রম দেওয়া হলো-
RADIOGRAPHER
- শূন্যপদঃ 1 টি পদে প্রার্থী নেওয়া হবে।
- শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিষয়ে ডিগ্রি করার পাশাপাশি রেডিওগ্রাফিতে সার্টিফিকেট থাকতে হবে।
- বয়সঃ সর্বোচ্চ বয়স 28 বছর।
- বেতনঃ সর্বোচ্চ বেতন 35400-1,12,400 টাকা।
NURSE (GRADE-I)
- শূন্যপদঃ 1 টি পদে প্রার্থী নেওয়া হবে।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বি.এসসি তে নার্সিং করতে হবে।
- বয়সঃ সর্বোচ্চ বয়স 35 বছর।
- বেতনঃ সর্বোচ্চ বেতন 35400-1,12,400 টাকা।
NURSE (GRADE-II)
- শূন্যপদঃ 6 টি পদে প্রার্থী নেওয়া হবে।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বি.এসসি তে নার্সিং করতে হবে। অথবা, উচ্চ মাধ্যমিক পাস করার পাশাপাশি GNM এ ডিপ্লোমা করে থাকতে হবে।
- বয়সঃ সর্বোচ্চ বয়স 30 বছর।
- বেতনঃ সর্বোচ্চ বেতন 29200-92300 টাকা।
JUNIOR ACCOUNTANT
- শূন্যপদঃ 2 টি পদে প্রার্থী নেওয়া হবে।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কমার্স বিভাগে ডিগ্রি থাকতে হবে।
- বয়সঃ সর্বোচ্চ বয়স 28 বছর।
- বেতনঃ সর্বোচ্চ বেতন 25500-81100 টাকা।
RECEPTIONIST CUM TELEPHONE OPERATOR
- শূন্যপদঃ 2 টি পদে প্রার্থী নেওয়া হবে।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করলেই হবে।
- বয়সঃ সর্বোচ্চ বয়স 28 বছর।
- বেতনঃ সর্বোচ্চ বেতন 25500-81100 টাকা।
আবেদন পদ্ধতিঃ আবেদনপত্র ভালো করে পড়ে তারপর তা ফিলআপ করতে হবে এবং পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনের সময়সীমাঃ আগামী 24/12/2021 এর মধ্যে করতে পারবেন আবেদন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: VISIT HERE