Walk-in-Interview এর মাধ্যমে WBPDCL এ কর্মী নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যামিক | WB Govt Job 2021 | WBPDCL Recruitment

সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক দারুন সুখবর। রাজ্যে শূন্যপদে নিয়োগ করা হবে মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স। উচ্চমাধ্যমিক যোগ্যতায় পুরুষ কিংবা মহিলা সবাই করতে পারবেন আবেদন। WALK-IN-INTERVIEW এর মাধ্যমে করা হবে নিয়োগ। নিয়োগ সম্পর্কে নিম্নে বিস্তারিত দেওয়া হলো-

Employment Notification No.: WBPDCL/Recruitment/2021/05

নিয়োগকারী  সংস্থাঃ The West Bengal Power Development Corporation Limited (WBPDCL) এর পক্ষ থেকে করা হবে নিয়োগ।

পদের নামঃ প্রধান 2 টি পদে করা হবে কর্মী নিয়োগ। যথা-

  1. MEDICAL OFFICER
  2. STAFF NURSE
পদ অনুযায়ী বিবরণঃ নিচে পদ অনুযায়ী যাবতীয় বিবরণ দেওয়া হলো-

MEDICAL OFFICER

  • শূন্যপদঃ মোট 11 টি শূন্যপদে করা হবে নিয়োগ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ MBBS ডিগ্রি থাকতে হবে।
  • বয়সঃ প্রার্থীর বয়স হতে হবে 36 বছরের মধ্যে। 
  • বেতনঃ 56,100 টাকা প্রতি মাসে।
STAFF NURSE
  • শূন্যপদঃ মোট 19 টি শূন্যপদে করা হবে নিয়োগ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ এবং সঙ্গে মেডিকেল ডিগ্রি। অথবা, GNM পাশ করে থাকতে হবে।
  • বয়সঃ প্রার্থীর বয়স হতে হবে 32 বছরের মধ্যে। 
  • বেতনঃ 29,000 টাকা প্রতি মাসে।
আবেদন পদ্ধতিঃ Walk-in Interview এর মাধ্যমে হবে নিয়োগ। ইন্টারভিউ এর জন্য আবেদন করতে প্রার্থীকে আবেদন পত্র ভালো করে পূরণ করে একদম ইন্টারভিউ এর দিন আসতে হবে। আবেদন করতে আবেদন পত্রের সঙ্গে যেগুলো ডকুমেন্ট দিতে হবে-
  • 2 RECENT PASSPORT SIZE PHOT OGRAPHS
  • AGE PROOF (SELF ATTESTED MADHYAMIK ADMIT CARD)
  • EDUCATIONAL CERTIFICATE (HIGHER SECONDARY MARKSHEET WITH MARKSHEET OF MMBS OR GNM)
WALK-IN-INTERVIEW এর দিনঃ 10/12/2021 তারিখে সকাল 10 থেকে দুপুর 2:30 পর্যন্ত হবে ইন্টারভিউ। এদিন প্রার্থীকে অবশই তার সঙ্গে নিজের যাবতীয় ORIGINAL DOCUMENTS নিয়ে আসতে হবে।
WALK-IN-INTERVIEW এর স্থানঃ Bidyut Unnayan Bhavan, Block- LA,
Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700 106


OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL WEBSITE: VISIT HERE

Leave a comment