পশ্চিমবঙ্গের SDO OFFICE এ অসংখ্য আশা কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন | Asha Karmi Recruitment in WB 2021 | WB Govt Job|

রাজ্যের SDO অফিসে আশা কর্মী নিয়োগের এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় অসংখ্য শূন্যপদে নিয়োগ করা হবে জেলার বিভিন্ন ব্লকে। মূলত রাজ্য মিশন অধিকর্তা, স্বাস্থ্য মিশন এর পক্ষ থেকে করা হতে চলেছে এই নিয়োগ। তাই দেরি না করে এখনই করুন আবেদন। নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি নিম্নে দেওয়া হলো-


HOOGHLY DISTRICT ASHA KARMI RECRUITMENT 2021

নিয়োগকারী সংস্থাঃ হুগলী জেলা এর SDO Office থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিয়োগ স্থানঃ হুগলী জেলার মূলত ৪ টি মহকুমার বিভিন্ন ব্লকে করা হবে নিয়োগ। যথা- 
  1. সদর মহকুমা
  2. চন্দননগর
  3. আরামবাগ
  4. শ্রীরামপুর
পদের নামঃ আশা কর্মী পদে করা হবে নিয়োগ।

শূন্যপদের বিবরণঃ মোট ১৬৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

প্রার্থীর বয়সঃ আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে ৩০-৪০ এর মধ্যে। SC/ST/OBC দের ২২-৪০ এর মধ্যে বয়স হতে হবে।


শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন করতে প্রার্থীকে অবশই যেকোনো এক স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

আবেদন পদ্ধতিঃ প্রধানত মহিলা করতে পারবে আবেদন। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রার্থীকে APPLICATION FORM এ নিজের যাবতীয় তথ্য দিয়ে তা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদন পত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে- 
  1. প্রার্থীর বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  2. ঠিকানা তথা এলাকার বাসিন্দা প্রমাণপত্র হিসাবে ভোটার কিংবা রেশন কার্ড।
  3. নিজের কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  4. মাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
  5. নিজের ২ কপি রঙ্গিন পাসপোর্ট ফটো।
  6. প্রার্থীর সিগনেচার।
আবেদন পাঠানোর ঠিকানাঃ প্রার্থীর নিজ নিজ অফিসে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমাঃ আগামী ১৩/১২/২০২১ তারিখের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে। 


OFFICIAL NOTIFIACTION & APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL WEBSITE: VISIT HERE 



 

Leave a comment