রাজ্যে অসংখ্য শূন্যপদে নিয়োগ করা হবে রেল কর্মী। আপনি দেশ তথা রাজ্যের যেকোনো জায়গার বাসিন্দা হলেই করতে পারবেন আবেদন। তাই আপনি যদি রেলের চাকরিতে আগ্রহ প্রকাশ করেন অনায়াসেই করতে পারেন আবেদন। আবেদনের খুঁটিনাটি নিম্নরূপ-
Notice No. SER/P-HQ/RRC/Act Apprentices/2021-22pic
নিয়োগকারী সংস্থাঃ SOUTH ESTERN RAILWAY এর তত্ত্বাবধানে KHARAGPUR এ করা হবে কর্মী নিয়োগ।
শূন্যপদের বিবরণঃ মোট 30 টি বিভাগে করা হবে নিয়োগ। বিভাগ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হলো-
- KHARAGPUR WORKSHOP- 360
- SIGNAL & TELECOM(WORKSHOP)/KHARAGPUR- 87
- TRACK MACHINE WORKSHOP/KHARAGPUR- 120
- SSE(WORKS)/ENGG/KHARAGPUR- 28
- CARRIAGE & WAGON DEPOT/KHARAGPUR- 121
- DIESEL LOCO SHED/KHARAGPUR- 50
- SR.DEE(G)/KHARAGPUR- 90
- TRP DEPOT/ELECTRICAL/KHARAGPUR- 40
- EMU SHED/ELECTRICAL/TPKR- 40
- ELECTRIC LOCO SHED/SANTRAGACHI- 36
- SR.DEE(G)/CHAKRADHARPUR- 93
- ELECTRIC TRACTION DEPOT/CHAKRADHARPUR- 30
- CARRIAGE & WAGON DEPOT/CHAKRADHARPUR- 65
- ELECTRIC LOCO SHED/TATA- 72
- ENGINEERING WORKSHOP/SINI- 100
- TRACK MACHINE WORKSHOP/SINI- 7
- SSE(WORKS)/ENGG/CHAKRADHARPUR- 26
- ELECTRIC LOCO SHED/BONDAMUNDA- 50
- DIESEL LOCO SHED/BONDAMUNDA-52
- SR.DEE(G)/ADRA- 30
- CARRIAGE & WAGON DEPOT/ADRA- 65
- DIESEL LOCO SHED/BKSC- 33
- TRD DEPOT/ELECTRICAL/ADRA- 30
- ELECTRIC LOCO SHED/BKSC- 31
- FLASH BUTT WELDING PLANT/JHARSUGUDA- 25
- SSE(WORKS)/ENGG/ADRA- 24
- CARRIAGE & WAGON DEPOT/RANCHI- 30
- SR.DEE(G)/RANCHI- 30
- TRD DEPOT/ELECTRICAL/RANCHI- 10
- SSE(WORKS)/ENGG/RANCHI- 10
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো এক স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবং বিশেষ কয়েকটি পদের ক্ষেত্রে ITI CERTIFICATE দরকার।
বয়সঃ প্রার্থীর বয়স হতে হবে 24 বছরের মধ্যে।
আবেদন ফিঃ 100 টাকা। SC/ST/PWD/WOMEN দের কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতিঃ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে মূলত অনলাইনে করতে হবে আবেদন। আবেদন করতে প্রার্থীকে তার যাবতীয় তথ্যাদি দিয়ে একটি পাস পোর্ট ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে।
আবেদনের সময়সীমাঃ 14/12/2021 তারিখের মধ্যে আবেদন করতে হবে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: VISIT HERE