সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক অসাধারণ খুশির খবর। পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে গ্রুপ সি তথা পোস্টম্যান এবং আরও নানান বিভাগে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। শুধুমাত্র উচ্চমাধ্যমিক যোগ্যতায় নারী-পুরুষ নির্বিশেষে সবাই করতে পারবে আবেদন। রাজ্যের প্রতিটি জেলায় করা হবে নিয়োগ। তাই আপনি রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা হলেই করতে পারবেন আবেদন। আবেদনের বিস্তারিত খুঁটিনাটি নীচে দেওয়া হলো-
নিয়োগকারী সংস্থা মূলত: INDIA POST এর তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের পোস্টাল সার্কেল থেকে করা হবে নিয়োগ।
পদের নাম: প্রধান 3 টি পদে প্রার্থী নিয়োগ করা হবে। যথা-
- POSTAL ASSISTANT
- SORTING ASSISTANT
- POSTMAN
পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা ও অন্যান্য বিবরণ: নীচে প্রতিটি পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা, প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো-
POSTAL ASSISTANT
- শূন্যপদের সংখ্যা: এই পদে মোট 51 জন প্রার্থী নিয়োগ করা হবে।
- বয়স: প্রার্থীর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই যেকোনো এক স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- বেতন: মাসিক বেতন 25,500-81,100 টাকা।
SORTING ASSISTANT
- শূন্যপদের সংখ্যা: 25 জন নিয়োগ করা হবে।
- বয়স: 18-27 বছেরে মধ্যে বয়স হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- বেতন: মাসে 25,500-81,100 টাকা।
POSTMAN
- শূন্যপদের সংখ্যা: সর্বমোট 48 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
- প্রার্থীর বয়স: এক্ষত্রেও বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- বেতন: 21,700-69,100 টাকা মাসে।
আবেদন মূল্য: আবেদনের জন্য 100 টাকা করে দিতে হবে।
আবেদন পদ্ধতি: এখানে মূলত অফলাইনের মাধ্যমে করতে পারবেন আবেদন। আবেদন করতে আপনাকে APPLICATION FORM এ নিজের যাবতীয় তথ্য লিখে তা পাঠাতে হবে একটি নির্দিষ্ট ঠিকানায়।
আবেদন পাঠানোর ঠিকানা:
- CHIEF POSTMASTER GENERAL, WEST BENGAL CIRCLE, KOLKATA- 700012
আবেদন পাঠানোর সময়সীমা: আবেদন পাঠাতে পারবেন আগামী 24/12/2021 এর মধ্যে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: VISIT HERE