ব্যাঙ্কে উচ্চ বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, দেখে নিন বিস্তারিত | Bank Recruitment 2021 | Punjab & Sind Bank Recruitment

দীর্ঘ প্রতীক্ষার অবসানে ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। আপনি ভারতের অধিবাসী হলেই করতে পারবেন আবেদন। নারী ও পুরুষ উভয়ই যোগ্য আবেদনের জন্য। নিয়োগ করা হবে মূলত PUNJAB & SIND BANK এর তরফ থেকে। অসংখ্য শূন্যপদে উচ্চপদে নিয়োগ করা হবে। তাই দের না করে দেখে নিন এখনিই আবেদনের খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা:  PUNJAB & SIND BANK

পদের নাম ও শূন্যপদের সংখ্যা: মূলত প্রধান ৪টি পদে হবে নিয়োগ। নীচে শূন্যপদের নাম সঙ্গে পাশে তার সংখ্যা দেওয়া হলো। যথা-


  1. RISK MANAGER (SMGS-IV) – 1
  2. RISK MANAGER (MMGS-III) – 2
  3. IT MANAGER (MMGS-III) – 13
  4. IT MANAGER (MMGS-II) – 24
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কোনো এক স্বীকৃত ইউনিভারসিটি থেকে গ্র্যাডুয়েট হতে হবে।

বয়স: প্রার্থীর বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরিদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে করতে পারবেন আবেদন। নিজের পাসপোর্ট ফটো, সিগনেচার এবং LEFT THUMB IMPRESSION সঙ্গে নিজের হাতে লেখা একটি DECLARATION অনলাইনে সাবমিট করতে হবে। 

নিয়োগ পদ্ধতি: প্রথমত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শর্ট লিস্টিং হবে। তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া।

 বেতনক্রম / SCALE OF PAY: পদ অনুযায়ী বেতনক্রম নীচে দেওয়া হলো- 
  1. RISK MANAGER (SMGS-IV) – 76010
  2. RISK MANAGER (MMGS-III) – 63840
  3. IT MANAGER (MMGS-III) – 63840
  4. IT MANAGER (MMGS-II) – 48170
আবেদনের সময়সীমা / LAST DATE OF ONLINE APPLICATION FOR PUNJAB & SIND BANK RECRUITMENT: 28/11/2021

 
OFFICIAL NOTIFICATION FOR PUNJAB & SIND BANK RECRUITMENT: CLICK HERE

OFFICIAL WEBSITE: VISIT HERE

Leave a comment