রাজ্যে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই করতে পারবেন আবেদন। অষ্টম কিংবা দশম অথবা স্নাতক পাশ করলেই আবেদনের যোগ্য। দিনের পর দিন রাজ্যে দুর্বার গতিতে বেড়ে চলেছে বেকার সমস্যা। এমন অবস্থায় যেকোনো চাকরিই গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের জন্য। নানান শূন্যপদে করা হবে নিয়োগ। তাই দেরি না করে শীঘ্রই আবেদন করুন। আবেদনের খুঁটিনাটি নিম্নরূপ।
নিয়োগকারী সংস্থা: নিয়োগ করবে রাজ্যের বাঁকুড়া জেলা থেকে জেলার প্রকল্প কল্যাণ তথা অনগ্রসর শ্রেণি কল্যাণ অধিকারিক ( Project Officer-cum-District Officer Backward Classes Welfare of Bankura)।
শূন্যপদের যাবতীয় বিবরণ: শূন্যপদের নাম, সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও বেতন
সুপারিন্টেন্ডেন্ট সহ আরও নানান গ্রুপ সি ও ডি পদে করা হবে নিয়োগ। বিভিন্ন পদের নাম অনুসারে শূন্যপদের যাবতীয় বিবরণ নীচে দেওয়া হলো। নীচে মূলত PRMAS, Chatri, Raipur Block এবং PRMAS, Nangla, Chhatna Block এই দুই ব্লকে পুরুষ ও মহিলা এর মোট শুন্যপদের বিবরণ দেওয়া হচ্ছে-
SUPERINTENDENT
- শূন্যপদ: মোট ৪টি।
- যোগ্যতা: স্নাতক পাশ করে থাকতে হবে।
- বেতন: ১২,০০০ টাকা প্রতি মাসে।
- শূন্যপদ: মোট ২টি।
- যোগ্যতা: মাধ্যমিক পাশ।
- বেতন: ৮০০০ টাকা মাসে।
COOK
- শূন্যপদ: মোট ৪টি।
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
- বেতন: ৩৫০০-৪০০০ টাকা মাসে।
- শূন্যপদ: মোট ৪টি।
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
- বেতন: ২৫০০-৩০০০ টাকা মাসে।
KARMABANDHU
- শূন্যপদ: মোট ২টি।
- যোগ্যতা: মাধ্যমিক পাশ।
- বেতন: ৮০০০ টাকা মাসে।
নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে।