STAFF NURSE RECRUITMENT 2021
চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। রাজ্যের মেডিকেল কলেজে স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। রাজ্যের অনেক ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিক কিংবা GNM পাশ করার পর বেকার সমস্যায় ভুগছে। Higher Secondary পাশ করে থাকলেই রাজ্যের যেকোনো জায়গা থেকে আপনি করতে পারবেন আবেদন।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ সরকেরে আওতায় DEBEN MAHATA GOVERNMENT MEDICAL COLLEGE & HOSPITAL থেকে করা হবে নিয়োগ।
পদের নাম মূলত ৩টি প্রধান পদে করা হবে নিয়োগ। যথা-
- Staff Nurse
- Laboratory Technician
- Counsellor
বিভিন্ন পদের যাবতীয় বিবরণ নীচে দেওয়া হলো-
স্টাফ নার্স (STAFF NURSE)
বয়স: এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর নাম West Bengal Nursing Council এ নথিভুক্ত থাকতে হবে এবং GNM পাশ করে থাকতে হবে।
বেতন: ২৫,০০০ টাকা প্রতি মাসে।
LABORATORY TECHNICIAN
বয়স: ১৯ থেকে ৪০ বছর বয়সের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: Physics, Chemistry ও Biology বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বেতন: ২২,০০০ টাকা প্রতি মাসে।
COUNSELLOR
বয়স: ২৩ থেকে ৪০ বছর বয়সের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: Sociology কিংবা Psychology তে M.A. অথবা M.Sc. ডিগ্রি থাকতে হবে।
বেতন: ২০,০০০ টাকা প্রতি মাসে।
নিয়োগ প্রক্রিয়া: প্রতি ক্ষেত্রেই নিয়োগ করা হবে Academic Marks ও Interview এর ভিত্তিতে।
আবেদন প্রক্রিয়া প্রার্থীকে অফিশিয়াল নোটিফিকেশন এ দেওয়া Application Form টি ভালোভাবে ফিল আপ করে পাঠাতে হবে এই ঠিকানায়-
Principal, Deben Mahata Govt. Medical College, Purulia, P.O.- Vivekananda Nagar, P.S.- Purulia Muffasil, PIN: 723147
আবেদন পাঠানোর সময়সীমা: আবেদন পাঠাতে পারবেন আগামী ২৩ নভেম্বর, ২০২১ এর মধ্যে।
ইন্টারভিউ এর দিন ও সময় এবং স্থান নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে দেখে নিন। এবং সেখানেই Application Form টি দেওয়া থাকবে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE