ফের আরও একবার পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে বিরাট নিয়োগ হতে চলেছে অসংখ্য পুলিশ কর্মী পদে। মন্ত্রী সভার বৈঠক থেকে ঘোষনা করা হয়েছে যে রাজ্যের নতুন থানা গুলিতে মূলত হবে এই নিয়োগ। মূলত ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর তরফ থেকে জানানো হয়েছে যে, তাদের অধীনে যে নতুন আটটি থানা নতুন ভাবে নির্মিতি হবে এবং তার সঙ্গে তিনটি ফাঁড়ি গঠিত হবে সেখানে পূর্ণ এবং আংশিক সময়ের জন্য সব মিলিয়ে এক হাজার পুলিশ কর্মী নিয়োগের পরিকল্পনা চলছে।
নিয়োগকারী সংস্থাঃ পশ্চিমবঙ্গ পুলিশের তত্ত্বাবধানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে হবে এই নিয়োগ।
নিয়োগ স্থানঃ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে মূলত যে আটটি থানায় নিয়োগ করা হবে-
- নাগেরবাজার
- দক্ষিণেশ্বর
- জেটিয়া
- শিবদাসপুর
- মোহনপুর
- বাসুদেবপুর
- হালিশহর
- কামারহাটি
সঙ্গে যে তিনটি ফাঁড়িতে হবে নিয়োগ-
- গোলঘর
- আটচালা বাগনান
- বাড়ুইপাড়া
শূন্যপদের বিবরণঃ সব মিলিয়ে মোটামোটি 1000 শূন্যপদে করা হবে এই নিয়োগ।
- সংশ্লিষ্ট থানা ও ফাঁড়ি গুলিতে বিভিন্ন পদের মোট 779 টি পদে পুলিশ কর্মী নিয়োগ করাহবে।
- নতুন করে গঠিত কীর্ণাহার পুলিশ থানার তরফ থেকে নিয়োগ হবে 219 জন পুলিশ কর্মী।
- এভাবে সব মিলিয়ে নিয়োগ করা হবে 998 জন পুলিশ কর্মী।
আবেদন পদ্ধতিঃ মূলত অনালাইনের মাধ্যমে হবে নিয়োগ প্রক্রিয়া। অতী শীঘ্রই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।
এই নিয়োগ সম্পর্কে ভবিষ্যতে বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।