1785 শূন্যপদে রেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, যোগ্যতা মাধ্যমিক পাশ | Railway Recruitment 2021


রেলে চাকরির সুবর্ণ সুযোগ। দীর্ঘ দিন পর নিয়োগ হতে চলেছে রেলে। RRC SOUTH ESTERN RAILWAY BOARD এর তরফ থেকে জারি করা হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। মূলত অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে প্রচুর কর্মী। আপনি যদি রেল বিভাগে চাকরি করতে চান তবে যাবতীয় বিস্তারিত তথ্য নীচে দেওয়া হলো তা দেখে অতি শীঘ্রই করে ফেলুন আবেদন। 


নিয়োগকারী সংস্থাঃ SOUTH EASTERN RAILWAY BOARD তথা দক্ষিন-পূর্ব রেল বোর্ড।

পদের নামঃ RAILWAY APPRENTICE পদে নিয়োগ করা হবে। 

শূন্যপদের বিবরণঃ মোট 1785 টি শূন্যপদে নিয়োগ করা হবে কর্মী। শুধুমাত্র KHARAGPUR WORK SHOP এই নিয়োগ করা হবে 360 জন রেল কর্মী। খরগপুর থেকে SIGNAL & TELECOM WORKSHOP
এ আরও 87 জন কর্মী নিয়োগ করা হবে। 120 টি পদে নিয়োগ হবে TRACK MACHINE WORKSHOP এ। এরকম আরও নানান পদে নিয়োগ করা হতে চলেছে যা নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে দেখে নিতে পারবেন। 


শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন করতে প্রার্থীকে অবশ্যই 50% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে প্রার্থীর আইটিআই সারটিফিকেট থাকতে হবে। 

প্রার্থীর বয়সঃ প্রার্থীর বয়স হতে হবে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে। SC / ST দের বয়সে 5 বছরের ছাড় দেওয়া হবে। 

আবেদন মুল্যঃ মূলত অনলাইনে হবে আবেদন প্রক্রিয়া। আবেদন করতে 100 টাকা দিতে হবে। SC / ST / PWD দের কোনো আবেদন মূল্য দিতে হবে না। 

আবেদনের করার সময়ঃ আবেদন শুরু হবে 15 নভেম্বর, 2021 থেকে এবং চলবে 14 ডিসেম্বর, 2021 পর্যন্ত। 

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

APPLY ONLINE: CLICK HERE

 






Leave a comment