পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে পাবলিক হেলথ ম্যানেজার পদে অসংখ্য নিয়োগ | WB HEALTH RECRUITMENT | PUBLIC HEALTH MANAGER RECRUITMENT


আপনি কি সরকারি চাকরির খোঁজ করছেন? এমনিতেই করোনা তথা লক ডাউনের জেরে থমকে গিয়েছে বিভিন্ন নিয়োগ প্রপ্রিয়া। এরই মধ্যে বিগত কয়েকদিনে বেশ কয়েকটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে। আরও একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে। মূলত জাতীয় নাগরিক স্বাস্থ্য  মিশনের তত্ত্বাবধানে পাবলিক হেলথ ম্যানেজার পদে চুক্তিভিত্তিক অসংখ্য কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের অধিবাসী হয়ে থাকেন তবে করতে পারবেন আবেদন। 

নিয়োগকারী সংস্থাঃ West Bengal State Health & Family Welfare Samiti 

পদের নামঃ Public Health Manager        

শূন্যপদের সংখ্যা ও বিবরণঃ মোট শূন্যপদের সংখ্যা 67 টি। যার মধ্যে SC-22, ST-8, OBC-A-10, OBC-B- 4, UR- 19, PWD- 4

রাজ্যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ | WB Group D Recruitment 


বেতনঃ প্রতি মাসে 35,000 টাকা। 

শিক্ষাগত যোগ্যতাঃ নীচের দেওয়া যোগ্যতা গুলির মধ্যে যে কোন একটি থাকলেই হবে

  • GRADUATION IN SOCIAL SCIENCE
  • MASTER DEGREE IN LIFE SCIENCE 
  • GRADUATION IN ANY DISCIPLINE WITH MBA IN HUMAN RESOURCE 
  • GRADUATION IN DENTAL / NURSING

অন্যান্য যোগ্যতাঃ COMPUTER এবং MS OFFICE AND INTERNET এ দক্ষ হতে হবে। 


Leave a comment