প্রশিক্ষনের মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ, প্রশিক্ষনকালে দেওয়া হবে ভাতা | WB GOVT JOB | INDIAN OIL RECRUITMENT


চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট এক সুযোগ। এবার পশ্চিমবঙ্গে নিয়োগ হতে চলেছে প্রচুর কর্মী। নারী ও পুরুষ সবাই আবেদনের যোগ্য। মূলত প্রশিক্ষনের মাধ্যমে হবে নিয়োগ প্রক্রিয়া। এবং দেওয়া হবে স্টাইপেন্ড তথা ভাতা। 

নিয়োগকারী সংস্থাঃ ইন্ডিয়ান অয়েল করপোরেশন থেকে করা হবে এই নিয়োগ। 

পদের নামঃ মূলত ইস্টার্ন রিজিয়ন এ অ্যাপ্রেন্টিস পদে হবে এই নিয়োগ। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও  আরও চারটি রাজ্যে হবে এই নিয়োগ। যেসব পদে নিয়োগ করা হবে যেমনঃ ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি। 


শূন্যপদঃ
শুধু পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা রয়েছে ২৩৬ টি।  

শিক্ষাগত যোগ্যতাঃ মূলত মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। 

অন্যান্য পদের জন্য আইটিআই দরকার হতে পারে। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন টি দেখে নিতে পারেন যার লিংক নিচে দেওয়া আছে। 

বয়সঃ ১৮ থেকে ২৪ বছর বয়সের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরিদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে। 

স্টাইপেন্ড তথা ভাতাঃ প্রার্থীদের নির্বাচন করার পর তাদের মূলত প্রশিক্ষন দেওয়া হবে যেখানে তাদের ভাতা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। 

আবেদনঃ নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। 


আবেদনের তারিখঃ
আবেদন চলবে আগামি ০৪/১২/২০২১ পর্যন্ত। 


CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION

CLICK HERE TO APPLY ONLINE 


WB GOVT JOB | GROUP D | রাজ্যে গ্রুপ ডি এবং ক্লার্ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। শীঘ্রই করুন আবেদন 

Leave a comment