WB GOVT JOB | GROUP D | রাজ্যে গ্রুপ ডি এবং ক্লার্ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। শীঘ্রই করুন আবেদন



করোনা তথা লকডাউনের জেরে রাজ্যে থমকে গেছে নিয়োগ প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে গ্রুপ ডি তথা ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। যদিও চুক্তির ভিত্তিতে হতে চলেছে নিয়োগ। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সবাই করতে পারবে এই পদে আবেদন। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন তবে অতী শীঘ্রই করে ফেলুন আবেদন। আবেদনের খুঁটিনাটি সম্পর্কে নিম্নে বিস্তারিত দেওয়া হলো। 



পদের নামঃ  LOWER DIVISION ASSISTANT CUM ACCOUNT CUM OFFICER MASTER, LOWER DIVISION ASSISTANT CUM CASHIER, GROUP D 

প্রতিটি পদের যোগ্যতা এবং বেতনক্রমঃ 
LOWER DIVISION ASSISTANT CUM ACCOUNT CUM OFFICER MASTER

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশের সঙ্গে অবশ্যই কম্পিউটার এবং প্রিন্টারের কাজে দক্ষ হতে হবে।


এছাড়াও মিনিটে ২০টি ইংরেজি শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে। 
বেতনঃ প্রতিমাসে ১৩,৫০০ টাকা। এছাড়াও বছরে ৩% হারে বেতন বাড়বে। 



LOWER DIVISION ASSISTANT CUM CASHIER

এই পদে আবেদনের জন্যেও প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশের সঙ্গে অবশ্যই কম্পিউটার এবং প্রিন্টারের কাজে দক্ষ হতে হবে।
বেতনঃ বেতন থাকবে প্রতিমাসে ১৩,৫০০ টাকা। এই পদের ক্ষেত্রেও বছরে ৩% হারে বেতন বৃদ্ধি পাবে। 

গ্রুপ ডি
প্রার্থীকে অষ্টম শ্রেনী পাশ করে থাকে হবে। 
বেতনঃ প্রতিমাসে ১২,০০০ টাকা। এই পদেও বছরে একই হারে বেতন বৃদ্ধি পাদে। 

বয়সঃ প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছর বয়সের মধ্যে। 


আবেদন প্রক্রিয়াঃ
আবেদন হবে মূলত অফলাইন এর মাধ্যমে। আবেদন পত্রটি লিখে তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আগামি ১৫ নভেম্বর, ২০২১ এর মধ্যে। ঠিকানাটি হলো- 

The Chairman, District Legal Services Authority, Malda, P.O. & District- Malda, Pin- 732101

আবেদন ফিঃ গ্রুপ ডি পদে আবেদনের জন্য ২০০ টাকা দিতে হবে এবং অন্যান্য পদের জন্য দিতে হবে ৩০০ টাকা। 







Leave a comment