কোলকাতা পুলিশের পক্ষ
থেকে জারি হল বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি ! দেখুন আবেদনের পদ্ধতি
বিশাল সুখবর সরকারি
চাকরি প্রার্থীদের জন্য। কোলকাতা পুলিশের পক্ষ থেকে রাজ্যে জারি হল বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি।
ছেলে মেয়ে নির্বিশেষে সবাই করতে পারবে আবেদন। নিম্নে বিস্তারিত দেওয়া হল
নিয়োগকারী সংস্থাঃ কোলকাতা
পুলিশের তরফ থেকে নেওয়া হবে আবেদন।
মোট শুন্যপদঃ মোট ৩৩০টি
শুন্যপদে করা হবে নিয়োগ।
পদের নামঃ দুটি পদে
আবেদন। যথা, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে।
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন
করতে আবেদনকারীকে অবশ্যই কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে
হবে।
আবেদনকারীর বয়সঃ আবেদনকারীর
বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছর বয়সের মধ্যে।
নাগরিকাতা ও ভাষাগত
যোগ্যতাঃ আবেদনকারীকে অবশই ভারতের নাগরিক হতে হবে। সঙ্গে তাকে বাংলা ভাষা লিখতে, পড়তে
এবং বলতে জানতে হবে।
বেতনঃ নিয়োগ হয়ে যাওয়ার
পর বেতন প্রতিমাসে হবে ৩২,১০০-৮২,৯০০ এর মধ্যে। বেতন হবে মূলত পে লেভেল ১০ অনুযায়ী।
আবেদন পদ্ধতিঃ অনলাইন
এবং অফলাইন এদের মধ্যে যেকোনো একটি উপায়ে করতে পারেন আবেদন। অনলাইনে আবেদন করতে অফফিশিয়াল
ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
অফফিশিয়াল ওয়েবসাইটঃ
www.wbpolice.gov.in or www.kolkatapolice.gov.in
এবং অফলাইনের ক্ষেত্রে
আবেদন পত্রটি ভাল করে পূরণ করে পাঠাতে হবে এই ঠিকানায়ঃ Arakash Bhaban(5th
floor), 6th cross road, block: dj, sector: II, salt lake city, Kolkata,
700091
আবেদনের সময়সীমাঃ আবেদন
শুরু হবে ১৯ জুলাই থেকে এবং চলবে ১৯ আগস্ট পর্যন্ত।
অফিশিয়াল নোটিফিকেশন
ডাউনলোড করতে ক্লিক করুন
http://wbpolice.gov.in/writereaddata/wbp/On-line_Kolkata%20Police_Final.pdf