বিরাট খবর! আপাতত স্থগিতাদেশ জারি হলো আপার নিয়োগে, কবে হবে পরবর্তী শুনানি?
দীর্ঘ টানাপোড়েনের পর নানান জল্পনা শেষে গত ২১ জুন সোমবার প্রকাশ করা হয় আপার প্রাইমারি -এর ইন্টারভিউ লিস্ট যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ১৫ হাজার জনের লিস্ট প্রকাশ করে ১৪,৩৩৯ জনের নিয়োগের ঘোষণা করেছিলেন যার ওপর আপাতত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট।
সুদীর্ঘ সময় পেরিয়ে উচ্চ প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশ পেলেও তা নিয়ে অনেকাংশ চাকরিপ্রার্থীদের মধ্যে সংশয় কাজ করছিলো। তাদের মতে মূলত বেআইনি ভাবে প্রকাশ করা হয় লিস্ট যেখানে যোগ্য প্রার্থীরা সুযোগ পায়নি। তাদের দাবি অনুযায়ী বর্ণমালা অনুযায়ী নাম প্রকাশ করা হলেও লিস্টে দেওয়া হয়নি টেট এবং অ্যাকাডেমিক স্কোর। অনেকের গত লিস্টে নাম আসলেও এবার আসেনি তাদের নাম। তাই এসব দুর্নীতির বিরুদ্ধে তারা সরব হয়ে ওঠেন এবং কলকাতা উচ্চ আদালতের শরণাপন্ন হন, যেখানে তারা এক মামলা দায়ের করেন। আজ 30 জুন, বুধবার কলকাতা হাই কোর্টের বিচার পতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রায় দেন যার ভিত্তিতে প্রায় সাড়ে 14 হাজার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি হয়। পরশু অর্থাৎ আগামী শুক্রবার বেলা সাড়ে 12 টায় ফের রায় দেবে উচ্চ আদালত এবং সঙ্গে মামলার পরবর্তী শুনানি হবে আগামী 9 জুলাই।