পুজোর আগেই প্রাইমারি টেটের ফলপ্রকাশ! ওয়েবসাইটে দেওয়া হবে Answer Key, জানুন বিস্তারিত…

পুজোর আগেই প্রাইমারি টেটের ফলপ্রকাশ! ওয়েবসাইটে দেওয়া হবে Answer Key, জানুন বিস্তারিত…


বিশাল সুখবর প্রাথমিক চাকরিপ্রার্থীদের জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবছর পুজোর আগেই প্রকাশ পেতে চলেছে 2017 প্রাথমিক টেট পরীক্ষার রেজাল্ট। প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের কথা অনুযায়ী ওয়েবসাইটে এবার প্রকাশ করা হবে পরীক্ষার Answer Key।




উল্লেখ্য 2017 তে প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও দীর্ঘ টানাপোড়েনের পর এবছর অর্থাৎ 2021 -এর 31 জানুয়ারি অনুষ্ঠিত হয় টেট পরীক্ষা। পরীক্ষা পেরিয়ে দীর্ঘ পাঁচ মাস, তবুও কোনো খবর ছিল না ফলপ্রকাশের।



অবশেষে 21 জুন, সোমবার আপার প্রাইমারি -এর ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক -এর শূন্যপদের ঘোষণা করার সঙ্গে সঙ্গে এটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে পুজোর পরে যে 7,500 শূন্যপদের ঘোষণা করা হয়েছিল সেটি শুধু 2017 প্রাইমারি টেট চাকরিপ্রার্থীদের জন্যই। যাইহোক সেই নিয়োগ কাজে গতি দিতে পর্ষদ তথা রাজ্য সরকার অবিলম্বে প্রকাশ করতে উঠে পরে লেগেছেন 2017 প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট, যেটি মূলত পুজোর আগেই সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

Leave a comment