এবার থেকে রেশন-আধার লিংক না থাকলে পাবেন না ‘দুয়ারে রেশন’! জানুন লিংক করার পদ্ধতি

এবার থেকে রেশন-আধার লিংক না থাকলে পাবেন না ‘দুয়ারে রেশন’! জানুন লিংক করার পদ্ধতি



করোনা তথা লকডাউনের জেরে যখন যখন বিদ্ধস্ত হয়ে গিয়েছিলো রাজ্যের অর্থনৈতিক অবস্থা তখন কেন্দ্র তথা রাজ্য সরকার রাজ্য বাসীকে বিভিন্ন উপায়ে সাহায্য করেছেন সবাইকে ফ্রীতে রেশন দিয়ে।




এবার রাজ্য সরকারের পরিচালনায় বাংলায় দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ার পথে। কিছু কিছু স্থানে শুরু হলেও আদৌ পুরপুরি শুরু হয়নি এই প্রকল্প। ভোটের আগে সরকার বাংলার ৩ কোটি জনতাকে দুয়ারে রেশন প্রকল্পের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিল এবং তাই তারা উঠে পরে লেগেছেন তা বাস্তবায়িত করতে।

কিন্তু এবার থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করতে হবে রেশন পেতে গেলে। মূলত রেশন জালিয়াতি তথা দুর্নীতি রোধ করতে এমন উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার।



কিন্তু কিভাবে করবেন এই লিংক? জানুন পদ্ধতি-

১. সরাসরি রেশন দোকানে গিয়ে লিংক করতে পারেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের।

২. http://food.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে করতে পারেন লিংক।


৩. 11 নং ফর্ম ফিল আপ করে সরাসরি জমা দিতে পারেন Area Inspector এর কাছে।

৪. স্থানীয় বাংলা সহায়তা কেন্দ্রে রেশন কার্ড ও আধার কার্ড নিয়ে গেলে তারা করে দেবে কাজটি।

৫. কিংবা WhatsApp Number 9903055505 তে ম্যাসেজ করে করে নিতে পারেন কাজটি।

Leave a comment